ক্রোমোনেমা, ক্রোমোমিয়ার ও টেলোমিয়ার কি? What is Chromonema, Chromomere and Telomere?

ক্রোমোনেমা কি? (What is Chromonema?)

ক্রোমোনেমা হলো ক্রোমোজোমের একটি বিশেষ পর্যায়। কোষের মিয়োসিস বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোসোমের লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হওয়া প্রতিটি অংশকে ক্রোমাটিড বলে। এই ক্রোমাটিড লম্বালম্বিভাবে দুটি অথবা চারটি সূত্রাকার অংশ নিয়ে গঠিত। এই একেকটি অংশ ক্রোমোনেমা নামে পরিচিত।

ক্রোমোমিয়ার কি? (What is Chromomere?)

ক্রোমোমিয়ার হলো কোষের মিয়োসিস বিভাজনের প্রথম পর্যায়ে প্রোফেজে এর সূচনালগ্নে ক্রোমোসোমের দেহে থাকা ক্ষুদ্র গুটিকা। প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থা স্পষ্ট হয়।

টেলোমিয়ার কি? (What is Telomere?)

টেলোমিয়ার হচ্ছে ক্রোমোসোমের প্রান্তদেশের একটি কাল্পনিক বিন্দু। প্রখ্যাত বিজ্ঞানী এইচ জে মুলার এ বিন্দু কল্পনা করেন। তিনি ধারণা করেন টেলোমিয়ারের কারণে ক্রোমোসোর দুটি প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হতে পারে না। বিজ্ঞানী এইচ. জে. মুলার ১৯৩৮ সালে টেলোমিয়ার আবিষ্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *