বক্ষপিঞ্জর কি? What is Thoracic cage in Bangla?
দেহের পর্শুকাগুলো একদিকে থোরাসিক কশেরুক ও অন্যদিকে স্টার্ণামের সঙ্গে যুক্ত হয়ে যে খাঁচার মতো আকৃতি দান করে, তাকে বক্ষপিঞ্জর (Thoracic cage) বলে। মানুষের বক্ষপিঞ্জর একটি উরঃফলক বা স্টার্ণাম (sternum), ১২ জোড়া পর্শুকা (ribs) এবং ১২টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত হয়।
স্টার্ণামঃ বুকের কেন্দ্রীয় সম্মুখ অংশে অবস্থিত চাপা অস্থিটি স্টার্ণাম। এটি ৩ অংশে বিভক্ত– উপরের ত্রিকোণাকার ম্যানুব্রিয়াম; মাঝের লম্বা দেহ; এবং নিচের ক্ষুদ্র জিফয়েড প্রসেস। ম্যানুব্রিয়াম দেহের সাথে সূক্ষ্মকোণ সৃষ্টি করে সম্মুখে প্রসারিত। স্টার্ণামের ঊর্ধ্ব কিনারায় একটি তথাকথিত জুগুলার নচ এবং পার্শ্ব কিনারায় ক্ল্যাভিকলের এবং ৭ জোড়া পর্শুকার খাঁজ থাকে।