মহাজাগতিক কিউরেটর গল্পের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. মুহম্মদ জাফর ইকবাল কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের রচয়িতা কে?
উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল।

প্রশ্ন-৩. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটি ‘জলজ’ গ্রন্থের অন্তর্গত।

প্রশ্ন-৪. ‘মহাজাগতিক কিউরেটর’ কোন জাতীয় রচনা?
উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন জাতীয় রচনা।

প্রশ্ন-৫. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে সৌরজগতের কততম গ্রহের কথা বলা হয়েছে?
উত্তর : ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে সৌরজগতের তৃতীয় গ্রহের কথা বলা হয়েছে।

প্রশ্ন-৬. ক’জন কিউরেটর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ করছে?
উত্তর : দু’জন কিউরেটর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ করছে।

প্রশ্ন-৭. পৃথিবীতে কত কোষের প্রাণী আছে?
উত্তর : পৃথিবীতে এককোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী আছে।

প্রশ্ন-৮. সব প্রাণীর ডিএনএ কী দিয়ে তৈরি?
উত্তর : সব প্রাণীর ডিএনএ একই বেস পেয়ার দিয়ে তৈরি।

প্রশ্ন-৯. পৃথিবীতে কোন প্রাণী সভ্যতা গড়ে তুলেছে?
উত্তর : পৃথিবীতে মানুষ সভ্যতা গড়ে তুলেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *