পড়াশোনা

Power Point কি? কার্যক্ষেত্রে Power Point এর ব্যবহারগুলি কি কি?

1 min read

Power Point হচ্ছে একটি অফিস প্রোগ্রাম। এর সাহায্যে পণ্যের বিজ্ঞাপন, উৎপাদন প্রতিবেদন তৈরি, ডাটা উপস্থাপন, গ্রাফ/চার্ট উপস্থাপনা ইত্যাদি কাজ করা যায়। এর প্রচলনে সভা, সেমিনার, ক্লাসরুম, প্রশিক্ষণ সর্বক্ষেত্রে ব্যবহার বেড়ে চলছে। এটি মাইক্রোসফট কর্পোরেশন বাজারজাত করে থাকে।

কার্যক্ষেত্রে Power Point এর ব্যবহার হচ্ছে :

  • Power Point এ তৈরি স্লাইডে অ্যানিমেশন ইফেক্ট করে টেলিভিশনের মতো, প্রচার মাধ্যমের বিজ্ঞাপনসহ অনেক চমৎকার দৃশ্য দেখানো যায়।
  • নির্দিষ্ট ডাটার ভিত্তিতে সহজে চার্ট উপস্থাপন করা যায়।
  • নির্দিষ্ট টেক্সট, টাইটেল ও গ্রাফিক্স সংবলিত স্লাইড তৈরি করা যায়।
  • স্লাইডে শব্দ ও ছবি সংযোজন করা যায়।
  • বিভিন্ন কর্পোরেট, প্রজেক্ট, অপারেশন, বাজারজাতকরণ ফাইল, ব্যক্তিগত ফাইল প্রভৃতি তৈরি করা যায়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x