Modal Ad Example
General Knowledge

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম-২০২২

1 min read

আগামী ১০ বছর চাকরির পরীক্ষার জন্য মুখস্থ করে রাখুন

👉বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

👉পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন।
👉নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন।
👉ট্রান্সজেন্ডার হিজড়া জনগোষ্ঠীর মানুষ রয়েছেন ১২ হাজার ৬২৯ জন।
👉রাজধানীতে বসবাস করে ৪ কোটি ৪০ লাখ মানুষ।

👉পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে দুই কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন।

আদমশুমারি ও গৃহ গননা ২০২২

১. মোট জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬ জন
২.পুরুষ : ৮,১৭,১২,৮২৪ জন
৩. নারী : ৮,৩৩,৪৭,২০৬ জন
৪.নারী ও পুরুষের অনুপাত : ১০০ঃ৯৮
৫. তৃতীয় লিঙ্গ : ১২ হাজার ৬২৯জন
৬. জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২২%
৭. জনসংখ্যার ঘনত্ব : ১১১৯ জন
৮. সাক্ষরতার হার : ৭৪.৬৬%
৯. সাক্ষরতার হার পুরুষ : ৭৬.৫৬%
১০. সাক্ষরতার হার নারী : ৭২.৮২%
১১.জনসংখ্যা মুসলিম : ৯১.০৪%
১২. জনসংখ্যা হিন্দু : ৭.৯৫%

সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম-২০২২

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x