সমন্বয় কাকে বলে?
আমরা জানি যে অসংখ্য কোষ প্রথমে একত্রিত হয়ে পরে টিস্যু-তে বিভেদিত হয়। বিভিন্ন টিস্যুর সন্নিবেশে গঠিত হয় অঙ্গ। অঙ্গগুলো সঠিক সময়ে নির্ধারিত দায়িত্ব পালন করে বলে দেহের প্রত্যেকটি কাজ সুসম্পন্ন হয়।
যেমন- আমরা যখন আহার করি তখন চোখ দিয়ে খাবারটি আগে দেখি, নাক দিয়ে গন্ধ নেই, হাত তুলে খাবারটি মুখে পুড়ি, জিহ্বা দিয়ে স্বাদ নেই, চোয়ালের পেশি দিয়ে খাদ্য চিবাই, গলাধঃকরণ, পেরিস্ট্যালসিসসহ লালাক্ষরণ থেকে শুরু করে পৌষ্টিকনালির বিভিন্ন জায়গায় নানা ধরনের এনজাইম ইত্যাদি ক্ষরিত হয়। নিয়ন্ত্রণ ছাড়া এমন কর্মযজ্ঞ সম্পন্ন হতে পারে না। বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় (Coordination) বলে।