পড়াশোনা

সার্ভিস এন্ট্রান্স কাকে বলে?

1 min read

ডিস্ট্রিবিউশন লাইন থেকে বাড়ি অথবা কল-কারখানায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য ট্যাপিং করে যে লাইন নেওয়া হয় তাকে সার্ভিস এন্ট্রান্স বলে।

ইলেকট্রনিক্স (Electronics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
উত্তরঃ এসি সিস্টেমের কোন সার্কিটের প্রকৃত পাওয়ার ও আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর গ্রাহকের লোডের প্রকৃতির উপর নির্ভর করে। একে cosθ দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-২। প্রটেকটিভ ডিভাইস কাকে বলে?
উত্তরঃ যেসব যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত তার অথবা বৈদ্যুতিক বর্তনীতে লাগানো যন্ত্রপাতি রক্ষা করা হয় তাদেরকে প্রটেকটিভ ডিভাইস বলে। যেমন: ফিউজ, সার্কিট ব্রেকার ইত্যাদি।

প্রশ্ন-৩। ক্যালকুলেটর কি?
উত্তরঃ ক্যালকুলেটর হচ্ছে গণনাকারী যন্ত্র, যার সাহায্যে হিসাব-নিকাশের কাজ করা হয়।

প্রশ্ন-৪। তারের কারেন্ট বহন ক্ষমতা বলতে কী বুঝায়?
উত্তরঃ কোনো পরিবাহীর মধ্যদিয়ে অনুমোদিত ভোল্টেজ ড্রপ সাপেক্ষে সর্বোচ্চ যত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে পরিবাহীর ইন্সুলেশনের কোনো ক্ষতি সাধিত হয় না তাকে তারের কারেন্ট বহন ক্ষমতা বলে।

প্রশ্ন-৫। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কাকে বলে?
উত্তরঃ যেসব উপাদান দিয়ে বৈদ্যুতিক সার্কিট তৈরি করা হয় তাদেরকে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বলে। যেমন : ক্যাপাসিটর, ইনডাক্টর, রোধক ইত্যাদি।

প্রশ্ন-৬। ইন্ডাকটিভ সার্কিট কাকে বলে?
উত্তরঃ কোন পরিবাহী তারকে কুণ্ডলী আকারে জড়ানো হলে নিজস্ব পাকের মধ্যে আবেশ ক্রিয়া ঘটে। এ আবেশ ক্রিয়ার সত্ত্বাকে ইন্ডাকট্যান্স বলে। যে সব সার্কিটে রেজিস্ট্যান্সের তুলনায় ইন্ডাকট্যান্স এর প্রভাব বেশি থাকে তাকে ইন্ডাকটিভ সার্কিট বলে।

প্রশ্ন-৭। ব্লু প্রিন্ট বলতে কি বুঝায়?
উত্তরঃ ব্লু-প্রিন্ট বলতে নীলকরণ ছাপ বা নীল নকশাকে বুঝায়। ইলেকট্রিক্যাল ব্লু-প্রিন্ট হলো এমন কতকগুলো বক্তব্যের সমষ্টি যা কোন সংস্থাপনের বৈদ্যুতিককরণের সংকেত দ্রুতগতিতে সমাধানের পদ্ধতি বহন করে।

প্রশ্ন-৮। রিলের কাজ কী কী?
উত্তরঃ রিলের কাজগুলো হলো–
(১) এটি ডিভাইস প্রটেকশনে সাহায্য করে।
(২) সার্কিটের নিয়ন্ত্রণে কাজ করে।
(৩) মোটর ওভার লোড থেকে রক্ষা করে।

প্রশ্ন-৯। বৈদ্যুতিক বিধি কাকে বলে?
উত্তরঃ ওয়ার্কশপ, ব্যবসায় প্রতিষ্ঠান, বাসাবাড়ি, কলকারখানায় ইত্যাদি ক্ষেত্রে বৈদ্যুতিক ওয়্যারিং এর কাজে যে সমস্ত নিরাপত্তা বিধি অনুসরণ করে কাজ করা হয় তাকে বৈদ্যুতিক বিধি বলে।

প্রশ্ন-১০। ইলেকট্রিক হ্যান্ড টুলস কাকে বলে?
উত্তরঃ একজন ইলেকট্রিশিয়ান যে সকল টুলস হাত দিয়ে কাজ করার জন্য ব্যবহার করে ইলেকট্রিক্যাল কার্যাবলি সম্পাদন করেন সেগুলোকে ইলেকট্রিক হ্যান্ড টুলস বলে।

5/5 - (13 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x