General Knowledge

আলোচিত দেশ শ্রীলংকা থেকে চাকরির পরীক্ষায় যেসব প্রশ্ন আসে

1 min read

👉🏿 শ্রীলংকা ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা লাভ করে – ১৯৪৮ সালে।
👉🏿 শ্রীলংকার পূর্ব নাম – সিংহল।
👉🏿 শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম – টেম্পল ট্রি।
👉🏿 বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী – শ্রীমাভো বন্দরনায়েক।
👉🏿 শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলংকার প্রধানমন্ত্রী হোন – ১৯৬০ সালে।

👉🏿 আলোচিত Elephant Pass কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা – শ্রীলংকার।
👉🏿 শ্রীলংকা হতে ভারত বিচ্ছিন্ন হয়েছে – পক্ প্রণালী দ্বারা।
👉🏿 পক্ প্রণালীতে ভারত-শ্রীলংকার সীমারেখা নির্ধারিত হয় – ১৯৭৪ সালে।
👉🏿 শ্রীলংকায় গৃহযুদ্ধ শুরু হয় – ১৯৮৩ সালে।
👉🏿 শ্রীলংকার তামিল টাইগারদের সংগঠনের নাম – Liberation Tiger of Tamil Eelam (LTTE).

👉🏿 LTTE প্রতিষ্ঠিত হয় – ১৯৭৬ সালে।
👉🏿 শ্রীলংকা সরকার LTTE কে নিষিদ্ধ করে – ১৯৯৮ সালে।
👉🏿 LTTE এর প্রধানের নাম ছিল – ভেলুপিল্লাই প্রভারকণ।
👉🏿 LTTE প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ মারা যান – ২০০৯ সালে।
👉🏿 শ্রীলংকার তামিল টাইগারদের রাজধানী ছিল – জাফনা।

👉🏿 তামিলরা জাফনা শহর দখল করে – ১৯৯০ সালে।
👉🏿 তামিলদের আন্দোলনের প্রধন উদ্দেশ্য ছিল – জাফনা দ্বীপের স্বাধীনতা অর্জন করা।
👉🏿 দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ দেশ – শ্রীলংকা।
👉🏿 মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ অবস্থিত – শ্রীলংকায়।

👉🏿 হযরত আদম (আ.) এর সাথে জড়িত পবিত্র পর্বত এডামস্ পিক অবস্থিত – শ্রীলংকায়।
👉🏿 ভারত ও শ্রীলংকার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে – রামেশ্বর দ্বীপ ও মান্নার দ্বীপ।
👉🏿 রত্নের শহর বলা হয় – শ্রীলংকার রত্নপুরকে।
👉🏿 শ্রীলংকায় বৌদ্ধদের তীর্থস্থানের নাম – অনুরাধাপুর ও ক্যান্ডি।

👉🏿 দশাননের দেশ হিসেবে পরিচিত – শ্রীলংকা।
👉🏿 দক্ষিণ এশিয়ায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি – শ্রীলংকায়।
👉🏿 শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী – জয়বর্ধনেপুর কোর্টে।
👉🏿 শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী – কলম্বো।
👉🏿 শ্রীলংকা সরকার ও তামিল গেরিলাদের মধ্যে মধ্যস্ততা করেছে – নরওয়ে।
সংগৃহীত

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x