চূড়ান্ত ত্রুটি কাকে বলে?

চূড়ান্ত ত্রুটি কাকে বলে?
উত্তরঃ কোনো রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে।

পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। কেলভিন স্কেলে বরফের গলনাংক কত?
উত্তরঃ কেলভিন স্কেলে বরফের গলনাংক 273K।

প্রশ্ন-২। রোধ কী?
উত্তরঃ কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকালে বস্তুর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহের বাধার সৃষ্টি হয় তাকে ঐ বস্তুর রোধ বলে।

প্রশ্ন-৩। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কেন?
উত্তরঃ তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কিন্তু রোধ তাপমাত্রার সমানুপাতিক নয়। যেহেতু তাপমাত্রা বাড়ালে পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও ক্ষেত্রফলের পরিবর্তন হয় তাই রোধ বৃদ্ধি পায়।

প্রশ্ন-৪। আর্কিমিডিস কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ আর্কিমিডিস খ্রিষ্টপূর্ব ২১২ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-৫। এক ডিগ্রী সেলসিয়াস কাকে বলে?
উত্তরঃ স্বাভাবিক চাপে গলন্ত বরফ এবং ফুটন্ত পানির তাপমাত্রার ব্যবধানের একশত ভাগের এক ভাগকে 1°C বা এক ডিগ্রী সেলসিয়াস বলে।

প্রশ্ন-৬। “গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি কখন শূন্য হয় না”- ব্যাখ্যা কর।
উত্তরঃ একটি বস্তু কোনো এক বিন্দু থেকে যাত্রা শুরু করে কিছুটা পথ ঘুরে ফিরে পুনরায় পূর্বের অবস্থানে ফিরে এলে বস্তুর সরণ শূন্য হয় কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না। যেহেতু মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ এবং মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায়। তাই গড় বেগে শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হয় না।

প্রশ্ন-৭। কোনো বস্তুকে কখন কালো দেখায়?
উত্তরঃ যখন ঐ বস্তু সমস্ত আলো শোষণ করে।

প্রশ্ন-৮। আলোক ফ্লাক্সের এককের নাম কি?
উত্তরঃ আলোক ফ্লাক্সের এককের নাম লুমেন।

প্রশ্ন-৯। ক্ষমতার সংকেত কি?
উত্তরঃ ক্ষমতার সংকেত P।

প্রশ্ন-১০। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
উত্তরঃ আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *