পড়াশোনা

রেড ডাটা বুক কি? What is Red Data Book in Bangla?

1 min read

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকেরা আমরা জীবন বিজ্ঞানের পাতায় নিশ্চয় রেড ডাটা বুক (Red Data Book), গ্রিন ডাটা বুক (Green Data Book) সমন্ধে পড়েছি। আজ আমরা জানবো রেড ডাটা বুক কি বা কাকে বলে? (What is called Red Data Book?), রেড ডাটা বুক প্রকাশের উদ্দেশ্য কি কি?, রেড ডাটা বুকের ধাপ বা পর্যায় গুলি কি কি ইত্যাদি।

রেড ডাটা বুক কি বা কাকে বলে? (What is Red Data Book in Bengali?)
রেড ডাটা বুক (Red Data Book) : পৃথিবীর বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সমন্বিত পুস্তককে রেড ডাটা বুক বলে। WWF ( World Wildlife Fund) – এর সহযোগিতায় 1963 খ্রিস্টাব্দে IUCN (International Union for the Conservation of Nature and Natural Resources) প্রথম বইটি প্রকাশ করে। পরবর্তীকালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (International Union for the Conservation of Nature and Natural Resources) বা IUCN কেবলমাত্র লুপ্তপ্রায় বন্যপ্রাণীর নাম তালিকাভুক্ত করে প্রকাশ করে।

রেড ডাটা বুক প্রকাশের উদ্দেশ্য কি কি?
1) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীদের প্রয়োজনীয়তা সম্বন্ধে জনসাধারণের চেতনা বাড়ানো।
2) বিপন্ন ও বিপন্নপ্রায় প্রাণীদের শনাক্তকরণ, সংরক্ষণ ও তাদের বিবরণ দেওয়া।
3) জীববৈচিত্র্য হ্রাস প্রসঙ্গে তত্ত্ব ও তথ্য প্রকাশ করা।
4) স্থানীয় স্তরে সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া ও জনসাধারণকে সংরক্ষণে সহযোগিতা করার জন্য আগ্রহী করে তোলা।

রেড ডাটা বুকের ধাপ বা পর্যায় গুলি কি কি?
বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় প্রজাতির অবস্থানিক মান প্রকাশের জন্য রেড ডাটা বুকে 4 রকমের ধাপ বা পর্যায় ব্যবহৃত হয়। ধাপগুলি উদ্ভিদ ও প্রাণী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

ধাপ বা পর্যায়গুলি হল – (i) বিলুপ্ত ; (ii) বন্য পরিবেশে বিলুপ্ত ; (iii) অতিসংকটাপন্নভাবে বিপন্ন ; (iv) বিপন্ন ; (v) বিপদগ্রস্ত ; (vi) কম বিপদগ্রস্ত ; (vii) তথ্য অসম্পূর্ণ এবং (viii) বিপদমুক্ত।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “রেড ডাটা বুক কি? ” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.9/5 - (205 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.