ফরিদপুরে বিয়ের দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে হামলা! কমপক্ষে আহত ৩০।

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাওয়াত না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, পাইককান্দি গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা গত মঙ্গলবার বিয়ে করেন। এই বিয়ের অনুষ্ঠানে গ্রাম্য দলের পক্ষের মাতবর সিরাজ মোল্লা দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন। এরই জের ধরে শুক্রবার সকালে সিরাজ মোল্লা ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়।

এ সময আত্মরক্ষা করতে জুনাইদ দৌড়ে সিরাজ মোল্লার প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেন। সিরাজ মোল্লা ও তার সমর্থকরা ইউসুফ মোল্লার বাড়িঘর ভাঙচুর করেন। এর পর দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *