যৌগিক কোণ কাকে বলে?

দুই বা ততোধিক কোণের সমষ্টি অথবা অন্তরফলকে যৌগিক কোণ বলে। যেমন, A + B, A – B, A + B – C, A – B – C ইত্যাদি যৌগিক কোণ।

গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। রেডিয়ান কাকে বলে?
উত্তরঃ কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

প্রশ্ন-২। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি?
উত্তরঃ একটি সহগুণক ম্যাট্রিক্স এর সারিগুলিকে কলামে অথবা কলামগুলোকে সারিতে পরিবর্তন করলে উৎপন্ন ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। A ম্যাট্রিক্স-এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে Adj (A) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-৩। রূপান্তরিত ফাংশন কি?
উত্তরঃ কোনো ফাংশনে নির্দিষ্ট কোনো চলকের মান হ্রাস বা বৃদ্ধি করে বা চিহ্নের পরিবর্তন করে যে ফাংশন পাওয়া যায় তা মূল ফাংশনের রূপান্তরিত ফাংশন।

প্রশ্ন-৪। প্রাচীন মিশরিয়রা কিভাবে সংখ্যা গণনা করত?
উত্তরঃ প্রাচীন মিশরিয়রা খাড়া মোটা লাইন টেনে এক থেকে নয় পর্যন্ত প্রকাশ করে সংখ্যা গণনা করত।

প্রশ্ন-৫। গণিতের জন্ম কিসের থেকে?
উত্তরঃ গণিতের জন্ম গণনা থেকে।

প্রশ্ন-৬। ক্যালকুলাসের শাখা কয়টি?
উত্তরঃ ক্যালকুলাসের ২টি শাখা, যথাক্রমে:- ১.অন্তর কলন (Differential calculas), ২.সমাকলন (Integral calculas)।

প্রশ্ন-৭। ক্যালকুলাস মূলত গণিতের কি নিয়ে কাজ করে?
উত্তরঃ ক্যালকুলাস মূলত রাশির পরিবর্তন নিয়ে কাজ করে।

প্রশ্ন-৮। কত পোয়ায় ১ সের?
উত্তরঃ ৪ পোয়ায় ১ সের।

প্রশ্ন-৯। বৃত্ত কাকে বলে?
উত্তরঃ কোন সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু ঘুরে আসলে যে বক্ররেখা উৎপন্ন হয়, তাকে বৃত্ত (Circle) বলে।

প্রশ্ন-১০। রৈখিক অসমতা ও দ্বিঘাত অসমতার মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ রৈখিক অসমতা
  • সর্বদা এক চলকবিশিষ্ট।
  • সর্বদা একঘাতবিশিষ্ট।
  • সংখ্যারেখায় প্রকাশ করা যায়।
দ্বিঘাত অসমতা
  • এক বা একাধিক চলকবিশিষ্ট।
  • সর্বদা দ্বিঘাতবিশিষ্ট।
  • সংখ্যা রেখায় প্রকাশ করা যায় না, লেখচিত্রে প্রকাশ করতে হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *