অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে?

যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন ও অদ্রবণীয় উৎপাদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।

রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. তুঁতের সংকেত কি?
উত্তর : তুঁতের সংকেত হলো: CuSO4.5H2O

প্রশ্ন-২. ভিনেগারের সংকেত কি?
উত্তর : ভিনেগারের সংকেত হলো: CH2COOH

প্রশ্ন-৩. লিগ্যান্ড কাকে বলে?
উত্তর : জটিল আয়ন বা জটিল যৌগ গঠনের সময় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী পরমাণু আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলে।

প্রশ্ন-৪. পাই বন্ধন কাকে বলে?
উত্তর : সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন একই অক্ষে অবস্থিত সমান্তরালভাবে বিদ্যমান দুটি পরমাণুর যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমণ ঘটে, তখন উৎপন্ন বন্ধনকে পাই-বন্ধন বলে।

প্রশ্ন-৫. হাইড্রোজেন বন্ধন কাকে বলে?
উত্তর : হাইড্রোজেনযুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসে, তখন এক অণুর ধনাত্মক (হাইড্রোজেন) প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকর্ষিত হয়। এই আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *