সোডা অ্যাস কি? সোডা অ্যাস এর সংকেত কি?
সোডা অ্যাস কি? সোডা অ্যাস এর সংকেত কি?
শুষ্ক সোডিয়াম কার্বনেটকে সোডা অ্যাস বলা হয়। এর রাসায়নিক সংকেত Na2CO3।
রসায়ন বিষয়ের আরও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. রেসিমিক মিশ্রণ কাকে বলে?
উত্তর : এনানসিওমার এর সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে।
প্রশ্ন-২. রসায়ন চর্চায় কোন সভ্যতার অবদান সবচেয়ে বেশি?
উত্তর : রসায়ন চর্চায় প্রাচীন মিশরীয় সভ্যতার অবদান সবচেয়ে বেশি।
প্রশ্ন-৩. টেফলন কাকে বলে?
উত্তর : পলিটেট্রাফ্লোরো ইথেনকে টেফলন বলে।
প্রশ্ন-৪. রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয় কেন?
উত্তর : অবস্থান্তর ধাতুসমূহ যৌগ গঠনকালে তাদের সর্বশেষ কক্ষপথের d অরবিটালে ইলেকট্রনের ডিজেনারেশন ঘটে। তাই এদের যৌগসমূহ (সিলিকেটসমূহ) রঙিন হয়। এ কারণে রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়।
প্রশ্ন-৫. নমুনা পানির বলতে কী বুঝ?
উত্তর : নমুনা পানির বলতে রাসায়নিক পানির বিশুদ্ধতা , COD, BOD ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করার জন্য নমুনা হিসেবে যে পানি সংগ্রহ করা হয় । তাকে নমুনা পানি/বর্জ্য পানি বলে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সোডা অ্যাস কি? সোডা অ্যাস এর সংকেত কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।