ডিসইনফেকট্যান্ট কী? ডাই মিথাইল অ্যামিন তীব্র ক্ষারক- ব্যাখ্যা কর।
যে সব রাসায়নিক পদার্থ জড় পদার্থের ওপর ব্যবহার করলে ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে তাদের ডিসইনফেকট্যান্ট (Disinfectant) বলে। এটি মানব দেহের টিস্যুর জন্য ক্ষতিকর। এজন্য এটি জড় পদার্থকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন– নর্দমা, ঘরের মেঝে, বাথরুম প্রভৃতি জীবাণুমুক্ত করতে ডিসইনফেকট্যান্ট হিসেবে ফেনল ব্যবহৃত হয়।
ডাই মিথাইল অ্যামিন তীব্র ক্ষারক- ব্যাখ্যা কর।
ডাই মিথাইল অ্যামিন তীব্র ক্ষারক। কারণ, অ্যামিনসমূহের ক্ষারকত্ব নির্ভর করে উপস্থিত নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রাপ্যতার উপর। ইলেকট্রনের প্রাপ্যতা বেশি হলে তার ক্ষারকত্বও বেশি। অ্যালকাইল মূলকসমূহ ইলেকট্রন ত্যাগী। এরা কোনো পরমাণুর সাথে যুক্ত থাকলে তাকে ইলেকট্রন সরবরাহ করে তার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এ কারণে অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে অ্যালকাইল গ্রুপের সংখ্যা যত বাড়ে অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব তত বাড়ে। অর্থাৎ অ্যামিনের ক্ষারকত্বও ততো বাড়ে। এ কারণে ডাই মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব অনেক বেশি হয়।