এক সৌরদিন কাকে বলে? সংকট ঘনত্ব বলতে কী বোঝায়?
পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে তাকে এক সৌরদিন বলে।
সংকট ঘনত্ব বলতে কী বোঝায়?
বিশ্বপদার্থের ঘনত্বের বিশেষ এক পরিমাপকে বলা হয় সংকট ঘনত্ব। সম্প্রসারণশীল মহাবিশ্বের প্রসারণকে থামিয়ে দিতে আয়ত্ত্বে রাখার জন্য মহাবিশ্ব পদার্থের যে ঘনত্ব থাকা প্রয়োজন, জ্যোতির্বিজ্ঞানে তাকে বলা হয়, সংকট বা সন্ধি ঘনত্ব। বিশ্বের পদার্থের ঘনত্ব এর চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে বা সমান হতে পারে। বেশি হলে মহাবিশ্বের সম্প্রসারণ থেকে গিয়ে পুনরায় সংকুচিত হয়ে আদি অবস্থায় ফিরে যাবে। কম হলে মহাবিশ্বে চিরকাল সম্প্রসারিত হতে থাকবে। সমান হলেও মহাবিশ্ব চিরকাল সম্প্রসারিত হবে, ভবিষ্যৎ সংকট ঘনত্বের ওপর নির্ভর করে।