ডেটা ওয়্যারহাউজ কি? ‘মেমো’ ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়?
ডেটা ওয়্যারহাউজ (Data Warehouse) হলো ডেটা ও ইনফরমেশনের যৌক্তিক বা লজিক্যাল সংগ্রহ যা বিভিন্ন অপারেশনাল ডেটাবেজ থেকে সংগৃহীত হয়। এটি ব্যবসা বিশ্লেষণ, ব্যবসায় বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমর্থন তৈরিতে ব্যবহৃত হয়।
‘মেমো’ ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়?
বিবরণমূলক তথ্য লেখা বা বর্ণনার জন্য মেমো ডেটাটাইপ ব্যবহার করা হয়। এ জাতীয় ফিল্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি ৬৫,৫৩৬ সংখ্যা বর্ণ ব্যবহার করে লেখা যায়। ডেটা টেবিল ডিজাইনের ক্ষেত্রে কোনো একটি ফিল্ডের বর্ণনামূলক তথ্যের প্রয়োজন হয়। যার ফলে Memo ডেটা টাইপ ব্যবহার করতে হয়। উদাহরণ- সাধারণত মন্তব্য (Remark) ফিল্ডে এ ডেটা টাইপ ব্যবহার করা হয়।