এনক্রিপশন কাকে বলে? সর্টিং এবং ইনডেক্সিং এর মধ্যে পার্থক্য কি?
- এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়াকে ডেটাবেজ সর্টিং বলে।
- ডেটাবেজে সর্টিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজিয়ে উপস্থাপন করা।
- ডেটাবেজ সর্টিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় না ফলে সংরক্ষণের জন্য নতুন মেমোরিরও প্রয়োজন হয় না।
- ইনডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে ডেটার সূচি প্রণয়ন করা।
- ডেটাবেজে ইনডেক্সিং এর উদ্দেশ্য হলো কোন ডেটাবেজ টেবিল থেকে কুয়েরির মাধ্যমে দ্রুত কাঙ্খিত ডেটা খুজে পাওয়া।
- ডেটাবেজ ইনডেক্সিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় এবং ফাইলটি সংরক্ষণের জন্য নতুন মেমোরির প্রয়োজন হয়।