পড়াশোনা

মুনাফা হার কাকে বলে? মুনাফার হার নির্ণয়ের সূত্র কি?

1 min read

১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। যেমন, মুনাফা হার ৮% বলতে বুঝায় ১০০ টাকার ১ বছরের মুনাফা = ৮ টাকা এবং মুনাফা হার ৮% = ৮/১০০ অর্থাৎ মুনাফার সাথে ‘হার’ শব্দটি থাকলে তাকে ১০০ দিয়ে ভাগ করতে হয়। ‘%’ দ্বারা সবসময় ১০০ দ্বারা ভাগ বুঝায়।

মুনাফার হার নির্ণয়ের সূত্র

১. আসল = (বার্ষিক মুনাফা × ১০০) / (মুনাফার হার × সময়)

২. বার্ষিক মুনাফা = আসল × (বার্ষিক মুনাফার হার /  ১০০)

৩. বার্ষিক মুনাফার হার = (বার্ষিক মুনাফা × ১০০) / আসল

সরল মুনাফাঃ শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বুঝায় । সরল মুনাফা প্রতি বছর একই হারে পাওয়া যায়। সরল মুনাফা নির্ভর করে আসল/মূলধন, সময়, মুনাফার হার এই তিনটি বিষয়ের উপর। 

মুনাফা I= আসল X মুনাফার হার X সময়= Pnr

এখানে, p= আসল

n=সময়

r= মুনাফার হার

মুনাফা-আসল বা সুদ আসল বলতে কোন নির্দিষ্ট সময়ে কোন মূলধনে প্রাপ্ত সুদ ও মূলধন/আসলের যোগফলকে বোঝায়। 

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে  মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। তাই মুনাফা প্রতি বছর তার আগের বছরের থেকে বৃদ্ধি পায়। প্রথম বছরের আসল ও মুনাফা দুটোর উপর উপর একসাথে দ্বিতীয় বছরের মুনাফা হবে। 

n  বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, �=�(1+�)�

  • সরল সুদের হার শতকরা কত টাকা হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিন গুণ হবে?

সমাধান: যদি সুদাসলে নির্দিষ্ট সময়ে n গুণ হয় তাহলে সুদের হার=  (𝑛−১)/সময়∗১০০ 

তাহলে, সুদের হার= (৩-১)/(৮ X ১০০)

= ২/৮০০ = ০.০০২৫ = ০.২৫% 

 

আরো কিছু প্রশ্ন উত্তরঃ

প্রশ্ন: মুনাফার হার কী?
উত্তর: কোন নির্দিষ্ট বিনিয়োগ হতে একটি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত আয় এবং বাজার মূল্যের পরিবর্তন এর সমষ্টিকে যখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্যের শতকরা হারে প্রকাশ করা হয় তখন তাকে মুনাফার হার বলে।
প্রশ্ন: অনিশ্চয়তা কী?
উত্তর: ভবিষ্যতে কোন ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, এরূপ একটি অবস্থাকে অনিশ্চয়তা বলে।
প্রশ্ন: ঝুঁকি কী?
উত্তর: বিনিয়োগ হতে প্রাপ্ত প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের অনিশ্চয়তাকে ঝুঁকি বলে বিবেচিত করা হয়।
প্রশ্ন: পোর্টফোলিও কাকে বলে?
উত্তর: যখন কোন একটি নির্দিষ্ট কোম্পানীতে সম্পত্তি বিনিয়োগ না করে একাধিক কোম্পানীতে বিনিয়োগ করা হয় তখন একে পোটর্েফালিও বা পত্রকোষ বলে।
প্রশ্ন: বাজার ঝুঁকি বলতে কী বোঝায়?
উত্তর: সরকারি নীতির পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে, যা কোম্পানীর নিয়ন্ত্রণের বাইরে, যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। একে অ—হস্তান্তরযোগ্য ঝুঁকিও বলা হয়।
প্রশ্ন: ব্যবসায়িক ঝুঁকি কী?
উত্তর: কোম্পানীর আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে।
প্রশ্ন: আর্থিক ঝুঁকি কী?
উত্তর: ফার্মের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যয়ের ফলে এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।
প্রশ্ন: সম্ভাবনা বিন্যাস কী?
উত্তর: ভবিষ্যতে সম্ভাব্য আয় এবং এর সম্ভাবনাকে যখন তালিকা বা রেখা চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে সম্ভাবনা বিন্যাস বলে। চলকের মান সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।
প্রশ্ন: আদর্শ বিচ্যুতি কী?
উত্তর: আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতীতে অর্জিত আয় হতে গড় আয়ের হারের পার্থক্যের বর্গের সমষ্টিকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং ভাগফলকে বর্গমূলে প্রকাশ করা হয়।

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “মুনাফা হার কাকে বলে? মুনাফার হার নির্ণয়ের সূত্র কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (33 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x