ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? ব্যান্ডউইথ কত প্রকার ও কী কী?
যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপক থাকে এবং তাদের মধ্যে পারস্পরিক ডেটা আদান-প্রদান হয়, তাকে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ, One to One ডেটা ট্রান্সমিশন হচ্ছে ইউনিকাস্ট মোড। এ ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা :
ক. সিমপ্লেক্স (Simplex)
খ. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
গ. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
ব্যান্ডউইথ কত প্রকার ও কী কী?
ব্যান্ডউইথ তিন প্রকার। যথা :
১. ন্যারো ব্যান্ড (Narrow Band) : এর গতি ৪৫-৩০০ bps (বিট পার সেকেন্ড) পর্যন্ত হয়ে থাকে। এটি ধীরগতির ব্যান্ডউইথ। টেলিগ্রাফিতে এ ব্যান্ডউইথ ব্যবহার করা হয়।
২. ভয়েস ব্যান্ড (Voice Band) : এ ব্যান্ডের ডাটা গতি ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে। টেলিফোনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
৩. ব্রডব্যান্ড : এটি উচ্চ গতিসম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইথ। এর গতি কমপক্ষে ১ Mbps (মেগা বিট পার সেকেন্ড) পর্যন্ত হয়ে থাকে। কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরের জন্য এটি ব্যবহার করা হয়।