ডিডব্লিউডিএম (DWDM) এর পূর্ণরূপ কি? DWDM বলতে কি বুঝায়?
ডিডব্লিউডিএম (DWDM) এর পূর্ণরূপ হলো Dense Wavelength Division Multiplexing। সাধারণ অপটিক্যাল ফাইবার ক্যাবলে আলাদা রঙের আলােক রশ্মির জন্য আলাদা আলাদা মাধ্যম ব্যবহার করা হয়। এজন্য একসাথে অনেকগুলাে ডেটা পাঠানাে সম্ভব হয় না। বিভিন্ন রঙের আলােক রশ্মিকে একই মাধ্যম দিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতিকে DWDM প্রযুক্তি বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমে অনেকগুলাে ডেটা একই মাধ্যম দিয়ে পাঠানাে সম্ভব হয়।