গেটওয়ে কি? নেটওয়ার্ক টপোলজি বলতে কী বোঝায়?
গেটওয়ে হলো এমন ধরণের যন্ত্র যেগুলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
নেটওয়ার্ক টপোলজি বলতে কী বোঝায়?
নেটওয়ার্ক টপোলজি হলো নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভেতর দিয়ে তথ্য যাওয়া-আসার জন্য যুক্তিনির্ভর পথের যে পরিকল্পনা—এই দুয়ের সমন্বিত ধারণা।
নেটওয়ার্ক টপোলজি প্রধানত দুই প্রকার। যথা : ১। লজিক্যাল টপোলজি ২। ফিজিক্যাল টপোলজি।
১। লজিক্যাল টপোলজি : নেটওয়ার্কের নোড বা কম্পিউটারগুলো যেভাবে পরস্পর তথ্য লেনদেন করে বা নেটওয়ার্ক কেবলের মধ্যে তথ্য প্রবাহের গতিপথই হচ্ছে লজিক্যাল টপোলজি।
২। ফিজিক্যাল টপোলজি : নেটওয়ার্কের কম্পিউটারগুলোর মধ্যে বাহ্যিক বা দৃশ্যমান সংযোগ কাঠামোই ফিজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজির ওপর ভিত্তি করে নেটওয়ার্ককে নিম্নোক্ত শ্রেণিতে ভাগ করা যায়
- বাস টপোলজি;
- রিং টপোলজি;
- স্টার টপোলজি;
- ট্রি টপোলজি;
- মেশ টপোলজি;
- হাইব্রিড টপোলজি।