প্রশ্ন-১. ‘হজ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘হজ’ শব্দের অর্থ সংকল্প করা।
প্রশ্ন-২. কখন হজ পালন করতে হয়?
উত্তর : যিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত।
প্রশ্ন-৩. হজ কোন ভাষার শব্দ?
উত্তর : হজ আরবি ভাষার শব্দ।
প্রশ্ন-৪. হজ কাদের ওপর ফরজ?
উত্তর : হজ সামর্থ্যবান মুসলমানের ওপর ফরজ।
প্রশ্ন-৫. জীবনে কয়বার হজ করা ফরজ?
উত্তর : জীবনে একবার হজ করা ফরজ।
প্রশ্ন-৬. হজের ফরজ কয়টি?
উত্তর : হজের ফরজ তিনটি।
প্রশ্ন-৭. মহানবি (স). কখন ইবরাহিমি হজ চালু করেন?
উত্তর : মক্কা বিজয়ের পর।
প্রশ্ন-৮. মুসলিম জাতির মহাসম্মেলন কোনটি?
উত্তর : হজ।
প্রশ্ন-৯. হজ এর আভিধানিক অর্থ কি?
উত্তর : হজ এর আভিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি।
প্রশ্ন-১০. হাজিগণ শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করেন কেন?
উত্তর : হজের ওয়াজিব আদায়ের জন্য।
প্রশ্ন-১১. হজ ইসলামের কত তম স্তম্ভ?
উত্তর : হজ ইসলামের পঞ্চম স্তম্ভ।
প্রশ্ন-১২. হজের সময়ে সকলে একই ধরনের সাদা পোশাক পরিধান করে। এটি মুসলমানদের মধ্যে কী জাগ্রত করে?
উত্তর : ভ্রাতৃত্বের অনুভূতি।