তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-২)

প্রশ্ন-১. রাউটার কাকে বলে?
উত্তর :
 রাউটিং এর জন্য যে হার্ডওয়্যার ব্যবহার করা হয় তাকে রাউটার বলে।

প্রশ্ন-২. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কখন দরকার হয়?
উত্তর : যখন ফাইল ও ডেটা কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার দরকার হয় তখনই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রয়োজন হয়। যদি নেটওয়ার্কের নিরাপত্তা এবং প্রতিটি রিসোর্স বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বিকল্প নেই। যদি বিভিন্ন ইউজারকে একই অ্যাপ্লিকেশন ও ডেটা নিয়ে কাজ করতে হয় তখন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মাধ্যমে তা সার্ভার থেকে এপ্লিকেশন চালানোর সুবিধা দেয়া যায়।

প্রশ্ন-৩. ৯পি বলতে কী বোঝায়?
উত্তরঃ ৯পি একটি নেটওয়ার্ক প্রোটোকল যা বেল ল্যাবস দ্বারা তৈরি করা হয়েছে যা প্ল্যান ৯ সিস্টেমের উপাদানগুলিকে সংযোগ করার উপায় হিসাবে কাজ করে। প্ল্যান ৯ সিস্টেম বিতরিত বা বণ্টিত ওএস যা গবেষণা উদ্দেশ্যে একটি প্ল্যাটফর্ম হিসাবে পরিবেশন করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ফাইল সিস্টেমের মাধ্যমে সকল সিস্টেম ইন্টারফেস প্রতিনিধিত্ব করে। ফাইলগুলি মূল বস্তু হিসাবে গণ্য করা হয় এবং উইন্ডোজ, নেটওয়ার্ক সংযোগ, প্রসেস এবং ব্যবহারকারীর ইন্টারফেস উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। এই শব্দটি প্ল্যান ৯ ফাইল সিস্টেম প্রোটোকল, ৯পি২০০০ বা স্টাইক্স নামেও পরিচিত।

প্রশ্ন-৪. মিডি (MIDI) এর পূর্ণরূপ কি?
উত্তর :
 MIDI এর পূর্ণরূপ হচ্ছে- Musical Instrument Digital Interface।

প্রশ্ন-৫. পজিশনাল সংখ্যা পদ্ধতি (positional number system) কি?
উত্তর :
 যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, বেজ বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান প্রয়োজন হয় তাই পজিশনাল সংখ্যা পদ্ধতি (positional number system)।

প্রশ্ন-৬. অ্যালগরিদম কি?
উত্তর :
 সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে।

প্রশ্ন-৭. ডকুমেন্ট সেইভ করতে হয় কেন?
উত্তর :
 ডকুমেন্ট সেইভ না করলে সেটি হারিয়ে যাবে। পরবর্তীতে সেটিকে আর খুঁজে পাওয়া যাবে না। এজন্যে ডকুমেন্ট সেইভ করতে হয়।

প্রশ্ন-৮. অ্যারে কি?
উত্তর :
 অ্যারে হচ্ছে একই ধরনের বা সম প্রকৃতির ডেটার সমাবেশ। অ্যারের একটি নাম থাকে এবং এর সদস্য বা আইটেমগুলোকে বন্ধনীর মধ্যে রাখা হয়। উদাহরণ: char year [12]।

প্রশ্ন-৯. Network Interface Card কাকে বলে?
উত্তর :
 দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক কার্ড বা ল্যান কার্ড বলে।

প্রশ্ন-১০. অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উত্তর : 
যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ৮ টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীকগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6 ও 7।

প্রশ্ন-১১. Bps, বিট ও ক্যারেক্টার বা Word বলতে কি বুঝ?
উত্তরঃ bps : প্রতি সেকেন্ডে বিট ডেটা স্থানান্তরিত হওয়ার হারকে bps বা Bit Per Second বলে।
বিট : তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট (Bit)। Bit এর পুরো নাম Binary Digit। এক বিট সমান বাইনারি তথ্য 0 বা 1।
ক্যারেক্টার : 8 বিটে 1 (এক) বাইট (Byte)। ১ বাইট সমান এক ক্যারেক্টার বা Word।

প্রশ্ন-১২. Search Engine কি?
উত্তর :
 Search Engine হলো এক ধরনের সফটওয়্যার যা কোনো ওয়েবসাইটে তথ্য খোঁজার জন্য ব্যবহার করা হয়।

প্রশ্ন-১৩. এডোবি ইলাস্ট্রেটর কী?
উত্তর :
 এডোবি ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করার প্রোগ্রাম। ইলাস্ট্রেটরের প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ।

প্রশ্ন-১৪. পাওয়ার পয়েন্ট কি?
উত্তর :
 পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফটের তৈরি একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। একে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়।

প্রশ্ন-১৫. ডেটা সর্টিং কি?
উত্তর :
 এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়া হচ্ছে ডেটা সর্টিং।

প্রশ্ন-১৬. মডেম কি?
উত্তর :
 মডেম হচ্ছে মডুলেটর-ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ, যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।

প্রশ্ন-১৭. হ্যান্ড আউটস কাকে বলে?
উত্তর :
 পাওয়ার পয়েন্টে একাধিক স্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে হ্যান্ড আউটস বলে।

প্রশ্ন-১৮. প্লেজারিজম কি?
উত্তর :
 প্লেজারিজম হলো অন্যের লেখা বা গবেষণা করা কোনো তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া। এটি একটি আইনত দন্ডনীয় অপরাধ।

প্রশ্ন-১৯. কর্ডলেস ফোনের বৈশিষ্ট্য কী কী?
উত্তরঃ মোবাইল বা কর্ডলেস ফোনের সাধারণ কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো–
১. আউটপুট পাওয়ার : +৫ থেকে +৩৩ ডেসিবল, ২ ওয়াট হতে ৩.২ মেগাওয়াট।
২. প্রেরণকৃত পাওয়ার লেভেল সংখ্যা : ১৫।
৩. প্রেরণকৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ড : ৮৯০ হতে ৯১৫ মেগাহার্টজ।
৪. রেডিও ফ্রিকোয়েন্সি চ্যানেলের সংখ্যা : ১২৪।
৫. সেলুলার সিস্টেম : GSM।
৬. গ্রহণকৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ড : ৯৩৫ থেকে ৯৬০ মেগাহার্টজ।
৭. চ্যানেলের মধ্যবর্তী স্পেসিং : ২০০ কিলোহার্টজ।

প্রশ্ন-২০. কোন কোন গেট দ্বারা সর্বজনীন গেট আঁকা যায়?
উত্তর :
 NAND ও NOR গেটকে সর্বজনীন গেট বলা হয়, যা AND, OR ও NOT এ তিনটি মৌলিক গেট মিলিয়ে তৈরি করা যায়। এদেরকে নিচের সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়– NAND = AND + NOT NOR = OR + NOT অর্থাৎ AND ও NOT গেট দ্বারা NAND এবং OR ও NOT গেট দ্বারা NOR গেট তৈরি করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *