সপ্তম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মূলের কাজ হলো —
i. গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা
ii. গাছের জন্য খাদ্য সঞ্চয় করা
iii. শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২. গাজরের রূপান্তরিত মূল —
i. মোটা ও রসাল হয়
ii. খাদ্য সঞ্চয় করে
iii. অনিয়মিতভাবে মোটা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৩. অস্থানিক মূল রূপান্তরিত হয়ে কয় ধরনের কাজ করে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর : খ
৪. অস্থানিক মূল কখনো কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, একে কী বলে?
ক. মালা আকৃতি খ. নডুলুজ
গ. গুচ্ছিত কন্দমূল ঘ. কন্দাল
সঠিক উত্তর : ঘ
৫. মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূলটি উদ্ভিদের কোথা থেকে বের হয়?
ক. পর্বমধ্যে খ. কাণ্ডের পর
গ. পাতায় ঘ. কাণ্ডের গোড়ায়
সঠিক উত্তর : খ
৬. কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে?
ক. ডালিয়া খ. আম, আদা
গ. মিষ্টি আলু ঘ. করলা
সঠিক উত্তর : ঘ
৭. শতমূলী, ডালিয়ার মূল কোন ধরনের?
ক. গুচ্ছিত কন্দমূল খ. নডুলুজ
গ. মালা আকৃতি ঘ. কন্দাল
সঠিক উত্তর : ক
৮. ডালিয়াকে গুচ্ছিত কন্দমূল বলা হয় কেন?
ক. খাদ্য সঞ্চয় করতে পারে না
খ. স্ফীত মূলগুলো একটি গুচ্ছ আকারে অবস্থান করে
গ. নির্দিষ্ট আকৃতির হয়
ঘ. স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে
সঠিক উত্তর : খ
৯. বটগাছের অস্থানিক রূপান্তরিত মূল কোনটি?
ক. স্তম্ভমূল খ. ঠেসমূল
গ. আরোহী ঘ. বায়বীয়
সঠিক উত্তর : ক
১০. ক্লোরোফিল থাকে না কোন উদ্ভিদে?
ক. কেয়া খ. গুলঞ্চ
গ. স্বর্ণলতা ঘ. রাস্না
সঠিক উত্তর : গ
১১. সুন্দরীগাছে দেখা যায় কোনটি?
ক. শোষক মূল খ. শ্বাসমূল
গ. জননমূল ঘ. বায়বীয় মূল
সঠিক উত্তর : খ
১২. শ্বাসমূল পাওয়া যায় কোন উদ্ভিদে?
ক. গরান খ. স্বর্ণলতা
গ. বট ঘ. ডালিয়া
সঠিক উত্তর : ক
১৩. ঠেসমূল কোনটিতে দেখা যায়?
ক. সুন্দরী খ. কেয়াগাছ
গ. গরান ঘ. গেওয়া
সঠিক উত্তর : খ
১৪. বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে কোনটির মূল?
ক. রাস্না খ. পান
গ. কেয়াগাছ ঘ. স্বর্ণলতা
সঠিক উত্তর : ক
১৫. কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে?
ক. মিষ্টি আলু খ. বট
গ. পান ঘ. কাকরোল
সঠিক উত্তর : ক
১৬. অস্থানিক মূল রূপান্তরিত হয় —
i. খাদ্য সঞ্চয়ের জন্য
ii. যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য
iii. প্রজননের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৭. যান্ত্রিক ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হয় —
i. স্তম্ভমূল
ii. শ্বাসমূল
iii. আরোহী মূল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৮. রাস্না উদ্ভিদ —
i. বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে
ii. বায়বীয় মূলসম্পন্ন
iii. পরাশ্রয়ী মূলসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৯. মূলের কাজ হলো —
i. মাটি থেকে পানি শোষণ করা
ii. মাটি থেকে খনিজ লবণ শোষণ করা
iii. গাছকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২০. শোষক মূলের বৈশিষ্ট্য হলো —
i. ক্লোরোফিল নেই
ii. খাদ্যের জন্য অন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল
iii. প্রজননে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২১. শ্বাসমূলের বৈশিষ্ট্য হলো—
i. সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটির উদ্ভিদে দেখা যায়
ii. ছোট ছোট ছিদ্র থাকে
iii. প্রজননে অংশগ্রহণ করে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২২. স্তম্ভমূল —
i. কাণ্ড বা শাখা হতে সৃষ্ট অস্থানিক মূল
ii. উদ্ভিদকে ওপরে উঠতে সাহায্য করে
iii. মোটা হয়ে অনেকটা স্তম্ভের আকার ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
২৩. জননমূল দেখা যায় —
i. গরানে
ii. পটোলে
iii. কাকরোলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
২৪. টিউবার তৈরির কারণ কোনটি?
ক. খাদ্য সঞ্চয়
খ. প্রজননে অংশগ্রহণ
গ. প্রতিকূল পরিবেশে টিকে থাকা
ঘ. অক্সিজেন গ্রহণ
সঠিক উত্তর : ক
২৫. ওলকচুর কাণ্ড কী জাতীয়?
ক. টিউবার খ. রাইজোম
গ. গুঁড়িকন্দ ঘ. কন্দ
সঠিক উত্তর : গ
২৬. বায়বীয় রূপান্তরিত কাণ্ড কত প্রকারের হতে পারে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ.পাঁচ
সঠিক উত্তর : গ
২৭. শল্কপত্র রসাল হয় কোনটিতে?
ক. পেঁয়াজ খ. আদা
গ. হলুদ ঘ. গোল আলু
সঠিক উত্তর : ক
২৮. কন্দ কী?
ক. ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড
খ. অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড
গ. বায়বীয় রূপান্তরিত কাণ্ড
ঘ. রূপান্তরিত মূল
সঠিক উত্তর : ক
২৯. ধাবক দেখা যায় নিচের কোন উদ্ভিদে?
ক. দুর্বা ঘাস খ. কচুরিপানা
গ. বাঁশ ঘ. চন্দ্রমল্লিকা
সঠিক উত্তর : ক
৩০. নিচের কোন উদ্ভিদটির কাণ্ড ফাইলোক্ল্যাড?
ক. ফণিমনসা খ. বেল
গ. মেহেদি ঘ. ময়নাকাঁটা
সঠিক উত্তর : ক