(Class 10 Question and Answer in Bengali/Bangla?)
১. যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা কিসের ওপর নির্ভর করে?
ক. ক্রেতার ওপর
খ. বিক্রেতার ওপর
গ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
ঘ. স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
সঠিক উত্তর : গ
২. বিনিয়োগের একটি মূল্যায়নপ্রক্রিয়া কোনটি?
ক. মূলধন বাজেটিং
খ. অর্থের সময়মূল্য
গ. বাট্টার হার নির্ধারণ
ঘ. বিনিয়োগের মূল্যনীতি
সঠিক উত্তর : ক
৩. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী?
ক. মূলধন বাজেটিং
খ. বিক্রয় বাজেটিং
গ. ক্রয় বাজেটিং
ঘ. পরিকল্পনা বাজেটিং
সঠিক উত্তর : ক
৪. নিচের কোনটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি?
ক. কাগজ খ. কালি
গ. খাবার ঘ. আসবাব
সঠিক উত্তর : ঘ
৫. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো হলো—
i. পে-ব্যাক সময় পদ্ধতি
ii. গড় মুনাফা হার পদ্ধতি
iii. নিট মুনাফা হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৬. মূলধন বাজেটিং মূলত কী?
ক. একটি সম্পদ খ. একটি প্রজেক্ট
গ. একটি দায় ঘ. একটি প্রক্রিয়া
সঠিক উত্তর : ঘ
৭. মূলধন বাজেটিংয়ের কয়টি পদ্ধতি রয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৭টি
সঠিক উত্তর : খ
৮. মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কোনটি?
ক. গড় মুনাফার হার পদ্ধতি
খ. নিট বর্তমান মূল্য পদ্ধতি
গ. পে-ব্যাক সময় পদ্ধতি
ঘ. সময় পদ্ধতি
সঠিক উত্তর : ক
৯. ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী খরচ হলো—
i. অফিসভাড়া
ii. বিমা খরচ
iii. কাঁচামাল খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১০. মূলধন বাজেটিং করার সিদ্ধান্ত নিতে সাধারণত কী ধরনের তহবিল প্রয়োজন হয়?
ক. ছোট অঙ্কের
খ. মাঝারি অঙ্কের
গ. বড় অঙ্কের
ঘ. তহবিলই প্রয়োজন হয় না
সঠিক উত্তর : গ
১১. নিচের কোনটি মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ?
ক. নগদের প্রবাহ প্রাক্কলন
খ. বাট্টা হার নির্ধারণ
গ. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন
ঘ. মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ
সঠিক উত্তর : ক
১২. ARR–এর পূর্ণরূপ কী?
ক. Accounting Rate of Return
খ. Actual Rate of Return
গ. Annual Rate of Return
ঘ. Account Rate and Return
সঠিক উত্তর : ক
১৩. নিচের কোনটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে জড়িত প্রক্রিয়া?
ক. মূলধন বাজেটিং
খ. বিক্রয় বাজেটিং
গ. ক্রয় বাজেটিং
ঘ. পরিকল্পনা বাজেটিং
সঠিক উত্তর : ক
১৪.মূলধন বাজেটিংয়ে সব সময় কেমন সিদ্ধান্ত?
ক. ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত
খ. ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত
গ. মুনাফা করতে পারে
ঘ. ক্ষতির সম্মুখীন হয়
সঠিক উত্তর : খ
১৫. নিচের কোনটির জন্য মূলধন বাজেটিংয়ের পদ্ধতি গুরুত্বপূর্ণ?
ক. প্রকল্প নির্বাচন
খ. প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ. বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ. প্রকল্পের মুনাফার হার নির্ণয়
সঠিক উত্তর : ক
১৬.নিচের কোন কাজটি মূলধন বাজেটিং করে?
ক. ব্যয়ের তুলনায় ভবিষ্যৎ আয় প্রাক্কলন
খ. বিক্রয় বৃদ্ধি
গ. ব্যয় হ্রাস
ঘ. ব্যয় বৃদ্ধি
সঠিক উত্তর : ক
১৭. একটি প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহার করা হয়?
ক. সুদের হার
খ. বাট্টার হার
গ. মুনাফার হার
ঘ. ক্ষতির আশঙ্কা
সঠিক উত্তর : খ
১৮. কোন ক্ষেত্রে কোম্পানি মূলধন বাজেটিং প্রয়োগ করে সিদ্ধান্ত নেয়?
ক. সম্পত্তি প্রতিস্থাপন
খ. কর্মী ব্যবস্থাপনা
গ. মার্কেটিং
ঘ. মনিহারি দ্রব্য ক্রয়
সঠিক উত্তর : ক
১৯. নিচের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ নেই?
ক. স্থায়ী সম্পত্তি ক্রয়
খ. প্রতিস্থাপন ও আধুনিকায়ন
গ. পণ্য বৈচিত্র্যায়ণ
ঘ. সম্পত্তির ব্যবস্থাপনা
সঠিক উত্তর : ঘ
২০. মূলধন বাজেটিং কেমন হলে কারবার সরাসরি উপকৃত হয়?
ক. সহজ ও ছোট আকারের
খ. বৃহৎ আকারের
গ. সঠিক ও বাস্তবসম্মত
ঘ. ছোট আকারের
সঠিক উত্তর : গ
২১. একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী থাকে?
ক. সেবা দান খ. মুনাফা অর্জন
খ. কর্মী সংস্থান ঘ. প্রতিষ্ঠানের উন্নয়ন
সঠিক উত্তর : খ
২২. মূলধন বাজেটিং প্রয়োজন—
i. নতুন ব্যবসা স্থাপনে
ii. ব্যবসা সম্প্রসারণে
iii. কর্মী প্রশিক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২৩. দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগ জড়িত ধাপ কতটি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : খ
২৪. ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হয়—
ক. অর্থায়নের ঝুঁকি খ. অর্থায়নের প্রত্যাশা
গ. ব্যবসায়িক অনিশ্চয়তা ঘ. অর্থায়নের সংকট
সঠিক উত্তর : ক
২৫. পে-ব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটি?
ক. বার্ষিক নগদপ্রবাহ × বিনিয়োগ
খ. বিনিয়োগ ÷ বার্ষিক নগদ প্রবাহ
গ. বিনিয়োগ × বার্ষিক নগদ আন্তপ্রবাহ
ঘ. বার্ষিক নগদ বহিঃপ্রবাহ × বার্ষিক নগদ আন্তপ্রবাহ
সঠিক উত্তর : খ
২৬. কিসের মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে থাকে?
ক. মোট আয়ের মাধ্যমে খ. মোট খরচের মাধ্যমে
গ. বিক্রয়ের মাধ্যমে ঘ. উৎপাদনের মাধ্যমে
সঠিক উত্তর : খ
২৭. বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমানে সাবধানতা অবলম্বন করতে হয়?
ক. চলতি ও স্থায়ী খরচ খ. মোট খরচ
গ. সাময়িক খরচ ঘ. দৈনন্দিন খরচ
সঠিক উত্তর : ক
২৮. নগদপ্রবাহ নির্ধারণ করার পর সেটিকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য নিচের কোনটির প্রয়োজন হয়?
ক. বাট্টা হার খ. সুদের হার
গ. মুনাফার হার ঘ. বিক্রেতার বেতন
সঠিক উত্তর : ক
২৯. গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদপ্রবাহের পরিবর্তে কোন কোনটিকে বিবেচনা করা হয়?
ক. নিট মুনাফা খ. নিট বিক্রয়
গ. মোট বিক্রয় ঘ. বাট্টা হার
সঠিক উত্তর : ক
৩০. প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে, তা কোন পদ্ধতি নির্দেশ করে?
ক. পে-ব্যাক পদ্ধতি খ. গড় মুনাফার হার পদ্ধতি
গ. নিট বর্তমান মূল্য পদ্ধতি ঘ. অভ্যন্তরীণ হার পদ্ধতি
সঠিক উত্তর : ক