Modal Ad Example
পড়াশোনা

পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ, নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

1 min read

প্রশ্ন-১. বিকৃতি কোন ধরনের রাশি?
উত্তর : বিকৃতি একটি স্কেলার রাশি।

প্রশ্ন-২. বল বৃদ্ধিকরণ নীতির মূল ভিত্তি কি?
উত্তর : বল বৃদ্ধিকরণ নীতির মূল ভিত্তি হচ্ছে প্যাসকেলের সূত্র।

প্রশ্ন-৩. পানির (4°C এ) ঘনত্ব কত?
উত্তর : পানির (4°C এ) ঘনত্ব 1000 kgm-3

প্রশ্ন-৪. বরফ এর ঘনত্ব কত?
উত্তর : বরফ এর ঘনত্ব 920 kgm-3

প্রশ্ন-৫. গ্লিসারিন এর ঘনত্ব কত?
উত্তর : গ্লিসারিন এর ঘনত্ব 1260 kgm-3

প্রশ্ন-৬. বায়ুর ঘনত্ব কত?
উত্তর : বায়ুর ঘনত্ব 1.29 kgm-3

ঘনত্ব কোনটির উপর নির্ভশীল?
উত্তর : বস্তুর ও তাপমাত্রা।

সোনার ঘনত্ব কত?
উত্তর : 19300 kgm-3।

কোনটির ঘনত্ব সবচেয়ে কম?
উত্তর : বায়ু।

কর্কের ঘনত্ব কত?
উত্তর : 1.29 kgm-3।

গ্লিসারিনের ঘনত্ব কত?
উত্তর : 1260 kgm-3।

বেলুনের মধ্যে কোন গ্যাস থাকে?
উত্তর : হাইড্রোজেন।

কোনটির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি কম?
উত্তর : হাইড্রোজেন।

সঞ্চায়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব কত?
উত্তর : 1.5×10³ থেকে 1.3›10¯³

কোন যন্ত্র দিয়ে ঘনত্ব মাপা হয়?
উত্তর : হাইড্রোমিটার।

পচা ডিম পানিতে ভাসার কারণ কী?
উত্তর : পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে।

কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে?
উত্তর : চাপ।

এক প্যাসকেল = কত?
উত্তর : 1Nm¯²

চাপের মাত্রা সমীকরণ কী?
উত্তর : ML¯¹T¯²

বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে কীসের একক পাওয়া যায়?
উত্তর : চাপ।

চাপের একক কি?
উত্তর : Nm¯²।

1N বল 1m² ক্ষেত্রের ওপর ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
উত্তর : 1Nm¯²।

10N বল 2m² ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে?
উত্তর : 5PA।

ধাক্কা ও চাপের সমীকরণ কী?
উত্তর : F = P x A।

সমান আয়তনের এক টুকরা লোহা এবং এক টুকরা কর্ক পানিতে ছেড়ে দিলে কোনটি ভেসে থাকবে?
উত্তর : কর্ক।

টরিসেলির পরিক্ষায় ব্যবহৃত কাচের নলটি কিরূপ থাকে?
উত্তর : পুরু ও এক মূখ খোলা।

কোন নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে সম্পর্কটি কি হবে?
উত্তর : P ∞ h।

টারসেলির শূন্যস্থানে কী থাকে?
উত্তর : সামান্য পারদ বাষ্প।

প্লাজমা টর্চ দ্বারা কী করা হয়?
উত্তর : ধাতব পদার্থ কাটা।

স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী?
উত্তর : Nm¯²।

কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?
উত্তর : প্যাসকেলের।

কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : 277 K।

কিসের ঘনত্ব সবচেয়ে কম?
উত্তর : বরফ।

স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর কিসের একক অভিন্ন?
উত্তর : চাপ।

সোনার তৈরি একটি নিরেট সিলিন্ডারের আয়তন 20cm³। সিলিন্ডারটির ভর কত?
উত্তর : 386 g।

তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কী?
উত্তর : তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে।

মৃত সাগর (Dead Sea) কোথায় অবস্থিত?
উত্তর : মৃত সাগর (Dead Sea) জর্ডানে অবস্থিত।

ব্যারোমিটার কি?
উত্তর : ব্যারোমিটার হলো বায়ুর চাপ পরিমাপক যন্ত্র।

চাপ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।

স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর : বল প্রয়োগে যদি কোন বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, তাহলে বস্তুর যে ধর্মের জন্য প্রযুক্ত বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি তার আগের অবস্থা ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে।

পীড়ন কী?
উত্তর : বস্তুর একক ক্ষেত্রফলের উদ্ভূত বাধাদানকারী বলের মানকে পীড়ন বলে।

ঘনত্ব কাকে বলে?
উত্তর : বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।

প্লবতা কী?
উত্তর : কোন কঠিন বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোন স্থির, তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে বল অনুভব করে তাকে প্লবতা বলে।

বায়ুমণ্ডলীয় চাপ কী?
উত্তর : বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্টে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।

হুকের সূত্রটি লিখ।
উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক।

টরিসেলির শূন্যস্থান কি?
উত্তরঃ পারদ থার্মোমিটারের কাঁচনলে যে পারদ স্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থান শূন্য থাকে। এই শূন্যস্থান হলো টরিসেলির শূন্যস্থান।

বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কী?
উত্তর : কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ধরা যাক, A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F। তাহলে, p = F/A অর্থাৎ, চাপ = বল/ক্ষেত্রফল।
লক্ষণীয় যে, ক্ষেত্রফল A যত কম হয়, চাপ p তত বেশি হয় এবং F যত বেশি হয়, চাপ p তত বেশি হয়।

প্যাসকেলের সূত্রটি লিখ।
উত্তর : আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বল প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটিই প্যাসকেলের সূত্র।

আপেক্ষিক গুরুত্ব কাকে বলে?
উত্তর : কোন বস্তুর ওজন ও 4°C তাপমাত্রায় সমআয়তন পানির ওজনের অনুপাতকে বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। একে ‘S’ দ্বারা সূচিত করা হয়। আপেক্ষিক গুরুত্ব একটি অদিক রাশি এবং একই রাশির অনুপাত বলে এর কোন একক নেই।

আর্কিমিডিসের নীতি কি?
উত্তর : আর্কিমিডিসের নীতি হচ্ছে- “কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।”

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য লিখ।
উত্তর : গ্যাসের গতিতত্ত্বের দুটি স্বীকার্য নিম্নরূপ :

১. পদার্থের অণুগুলো সর্বদা গতিশীল।
২. যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে পদার্থের অণু বলে।

চাপের একক কী?
উত্তর : চাপের একক প্যাসকেল।

একই আয়তনের পানি ও মধু কোনটি ভারি হবে এবং কেন ব্যাখ্যা কর।
উত্তর : একই আয়তনের পানি ও মধুর মধ্যে মধু ভারি হবে, কারণ মধুর ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি।

5 Pa চাপ বলতে কী বুঝ?
উত্তর : 1m2 ক্ষেত্রফলের উপর 5N বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 5 Pa (প্যাসকেল) বলে।

তামার আয়তন প্রসারণ সহগ 50.1×10-6K-1 বলতে কি বুঝায়?
উত্তর : তামার আয়তন প্রসারণ সহগ 50.1×10-6K-1 বলতে বুঝায়, 1 m3 আয়তনের তামার কোন বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে উহার আয়তন 50.1×10-6 m3 বৃদ্ধি পায়।

ভালো ডিম পানিতে ডুবে যায়, কিন্তু পঁচা ডিম পানিতে ভাসে কেন?
উত্তর : ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পঁচা ডিম পানিতে ভাসে। কারণ পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম বলে তা পানিতে ভাসে।

মৃত সাগরে মানুষ ডুবে যায় না কেন?
উত্তর : মৃত সাগরের পানির ঘনত্ব বেশি থাকার কারনে মানুষ ডুবে যায় না।

দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার উল্লেখ কর।
উত্তর : দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার : ১. বেলুন উড়ানোর কাজে; ২. ডিমের শুদ্ধতা পরীক্ষার কাজে।

স্থিতিস্থাপকতা কী?
উত্তর : বাইরে থেকে বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তনের সময় বস্ত্র যে ধর্মের জন্য ঐ পরিবর্তনে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারণ করলে বিকৃত বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে বা আসতে চায় তাকে স্থিতিস্থাপকতা বলে।

তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতার মান কত?
উত্তর : তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সমান।

ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক 2 × 1010 Nm-2 বলতে কী বোঝায়?
উত্তর : ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক 2 × 1010 Nm-2 বলতে বোঝায় যে, 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ইস্পাতের তারের দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপক সীমার মধ্যে 2 × 1010 N বল প্রয়োগ করা হলে তারটির দৈর্ঘ্য বিকৃতি একক পরিমাণ হবে।

বিকৃতির সংজ্ঞা দাও।
উত্তর : বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে।

বস্তুর আপেক্ষিক গুরুত্বের সাথে ঘনত্বের সম্পর্ক কি?
উত্তর : কোন বস্তুর ঘনত্ব = বস্তুর আপেক্ষিক গুরুত্ব × 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x