Modal Ad Example
পড়াশোনা

পঞ্চম অধ্যায় : তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, পদার্থবিজ্ঞান ২য় পত্র

1 min read

প্রশ্ন-১। তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে?
উত্তরঃ একটি গতিশীল চুম্বক কিংবা একটি তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটি বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এ পদ্ধতিকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে।

প্রশ্ন-২। আবিষ্ট তড়িচ্চালক শক্তি কাকে বলে?
উত্তরঃ কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চুম্বকীয় আবেশে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িচ্চালক শক্তিকে আবিষ্ট তড়িচ্চালক শক্তি বলে।

প্রশ্ন-৩। আবিষ্ট তড়িৎ প্রবাহ কাকে বলে?
উত্তরঃ কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চুম্বকীয় আবেশে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে।

প্রশ্ন-৪। মুখ্য ও গৌণ কুণ্ডলী কাকে বলে?
উত্তরঃ তড়িৎবাহী কুণ্ডলীকে মুখ্য কুণ্ডলী এবং যে তারের কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে গৌণ কুণ্ডলী বলে।

প্রশ্ন-৫। একমুখী তড়িৎ প্রবাহ কাকে বলে?
উত্তরঃ একটি তড়িৎ কোষের দু’প্রান্তের সাথে একটি রোধক যুক্ত করা হলে তড়িৎ প্রবাহ সর্বদা কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্বক প্রান্তের দিকে চলতে থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী হয়। এরূপ তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহ (Direct current সংক্ষেপে D.C) বলে।

প্রশ্ন-৬। লেঞ্জের সূত্র কি?
উত্তরঃ কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল বা তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন তা যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণকেই বাধা দেয়।

প্রশ্ন-৭। স্বকীয় আবেশ কাকে বলে?
উত্তরঃ কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে ঐ কুণ্ডলীতে যে তাড়িতচৌম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে।

প্রশ্ন-৮। স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে?
উত্তরঃ কোন কুণ্ডলীতে একক পরিমাণ বিদুৎ প্রবাহের জন্য যে চৌম্বক ফ্লাক্স সংযুক্ত বা জড়িত হয় তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বা স্বাবেশাঙ্ক বলে।

প্রশ্ন-৯। পারস্পরিক আবেশ কাকে বলে?
উত্তরঃ একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে তার আশ-পাশের কোনো বদ্ধ কুণ্ডলীতে যে তাড়িতচৌম্বক আবেশ ঘটে তাকে পারস্পরিক আবেশ বলে।

প্রশ্ন-১০। পারস্পরিক আবেশ গুণাঙ্ক কাকে বলে?
উত্তরঃ মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সময়ের সাথে একক হারে পরিবর্তিত হলে গৌণ কুণ্ডলীতে যে তড়িচ্চালক বল আবিষ্ট হয় তাকে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে।

প্রশ্ন-১১। তড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের ২য় সূত্র লিখ।
উত্তরঃ তড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের ২য় সূত্র হচ্ছে– “বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক।”

প্রশ্ন-১২। এক হেনরি কাকে বলে?
উত্তরঃ কোনো তার কুণ্ডলীর প্রবাহ মাত্রা প্রতি সেকেণ্ডে এক অ্যাম্পিয়ার হারে পরিবর্তিত হলে যদি এতে এক ভোল্ট তড়িচ্চালক শক্তির আবেশ ঘটে তবে উক্ত কুণ্ডলীর আবেশিতাকে এক হেনরি বলে।

প্রশ্ন-১৩। বৈদ্যুতিক মোটর কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্র তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বলে। বৈদ্যুতিক মোটর দুই প্রকার, যথা- ডি.সি. মোটর ও এ.সি. মোটর।

প্রশ্ন-১৪। চৌম্বক ফ্লাক্সের এস আই একক কি?
উত্তরঃ চৌম্বক ফ্লাক্সের এস আই একক টেসলা-মিটার২ (T.m2)। একে ওয়েবার (Wb) বলা হয়।

প্রশ্ন-১৫। আবিষ্ট তড়িৎ প্রবাহ কাকে বলে?
উত্তরঃ কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচ্চালক প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে।

প্রশ্ন-১৬। তড়িৎচালক শক্তির R.M.S মান কী?
উত্তরঃ কোনো পূর্ণ চক্রের বিভিন্ন সময়কার তড়িচ্চালক শক্তির বর্গের গড়ের বর্গমূলকে তড়িচ্চালক শক্তির R.M.S মান বা গড় বর্গের বর্গমূল মান বলে।

প্রশ্ন-১৭। আকৃতি গুণাঙ্ক কাকে বলে?
উত্তরঃ দিক পরবর্তী তড়িচ্চালক বল বা প্রবাহের বর্গমূলীয় গড়মান ও গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে।

প্রশ্ন-১৮। কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 8H বলতে কী বুঝায়?
উত্তরঃ কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 8H বলতে বুঝায়, সেই কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে তড়িৎ প্রবাহ 1A হারে পরিবর্তিত হলে উক্ত কুণ্ডলীতে 8V তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়।

প্রশ্ন-১৯। রূপান্তরক কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে রূপান্তরক বা ট্রান্সফরমার বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x