সবাই চিকন চালের দিকে ঝুঁকছেন বলে দাম বেড়েছে: খাদ্যসচিব
দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোর পাশাপাশি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সরকার অনুমতি দিলেই বেসরকারি পর্যায়ে আমদানি করার কথা বলেন খাদ্যসচিব।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম বলেছেন, মোটা চাল ছেড়ে চিকন চালের দিকে সবাই ঝুঁকছেন বলে সরবরাহে টান পড়ায় দাম বেড়েছে,
খাদ্যসচিব বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চালের দাম আরও বাড়লে আমদানি করা হবে। তবে এখনও যথেষ্ট মজুদ রয়েছে। তাই আমদানির প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, চাল যেন অতিরিক্ত মজুদ করা না হয় তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন নজর রাখছে। রমজানে যদি দাম আরও বাড়ে তাহলে ওএমএস কার্যক্রম বাড়ানো হবে। এপ্রিলে নতুন চাল আসলে দাম কমবে বলে আশা প্রকাশ করেন খাদ্যসচিব।