এবার নোয়াখালীর সেনবাগে স্কুল শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মধ্যে দফায় দফায় হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানায় স্থানীয়রা। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় বাজারের চৌরাস্তা ও কানকির হাট বাজারে বীরকোট গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আজ মঙ্গলবার কানকির হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর হোসেন বাদী হয়ে দুই কিশোর-কিশোরীর নাম উল্লেখ করে এবং ৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ মামলা করেছেন। এ ব্যাপারে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে।
জানা যায়, সেনবাগ উপজেলার কানকির হাট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী একই ইউনিয়নের বীরকোট গ্রামের কানকির হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেয়। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। কিশোরীর পরিবার ছেলেটিকে থাপ্পড় দেয়। পরবর্তীতে ওই কিশোরের পরিবারের লোকজন মেয়েটির ভাইকে মারধর করে। এই নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ তৈরি হয়।
ওই বিরোধকে কেন্দ্র করে সিলাদি ও বীরকোট গ্রামবাসী সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কানকির হাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই গ্রামবাসী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ১০-১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে কানকির হাট বাজার ব্যবসায়ী সমিতি আজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক অবরোধ করে। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে কানকির হাট বাজার ব্যবসায়ী সমিতি আজ সকালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত সেনবাগ-সোনাইমুড়ী সড়ক অবরোধ করে রাখে।
এ বিষয়ে মামলার বাদী মীর হোসেন বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষে বাজারের ১০-১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে আজ ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ করেছে। এই ঘটনায় কলেজ শিক্ষার্থী ও স্কুল ছাত্রীর নাম উল্লেখ করে ৪০০-৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বিকেলে সেনবাগ থানায় মামলা করেছি। আটককৃত ব্যক্তিরা সবাই কানকির হাট বাজারের ব্যবসায়ী। তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় কানকির হাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।