পড়াশোনা

ত্রিভুজ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Triangle related question and answer)

1 min read

প্রশ্ন-১। ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ সমতলীয় জ্যামিতির ভাষায় তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে।

প্রশ্ন-২। বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজ কত প্রকার?
উত্তরঃ বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকারের হতে পারে। যথা:– সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ।

প্রশ্ন-৩। কোণের ভিত্তিতে  ত্রিভুজ কত প্রকার?
উত্তরঃ কোণের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার হতে পারে। যথা:– সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ।

প্রশ্ন-৪। সমবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুরই দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান ৬০° হয়।

প্রশ্ন-৫। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের যে-কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ ৯০° হলে অপর সমান দুইটি বিপরীত কোণ ৪৫° করে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটি সমান হয়।

প্রশ্ন-৬। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণ-ই পরস্পরের সঙ্গে অসমান হয়।

প্রশ্ন-৭। সমকোণী ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের যেকোন একটি কোণ ১ সমকোণ বা ৯০° তাকে সমকোণী ত্রিভুজ বলে।

প্রশ্ন-৮। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।

প্রশ্ন-৯। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের যেকোন একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

প্রশ্ন-১০। সমবৃত্তভূমিক কোণক কাকে বলে?
উত্তরঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভূমিক কোণক বলে।

প্রশ্ন-১১। কোনো ত্রিভুজের তিনটি বাহুর যোগফল ঐ ত্রিভুজের কী?
উত্তরঃ পরিসীমা।

4.4/5 - (17 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x