General Knowledge

বিসিএস এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি রিপিট হওয়া সাধারণ জ্ঞান

0 min read

☞ বাংলাদেশের প্রথম জেলা→ চট্টগ্রাম জেলা। জেলাটি ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
☞ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর → চট্টগ্রাম সমুদ্র বন্দর।
☞ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়→ চট্টগ্রামকে।
☞ শীতলতম জেলা→ সিলেট জেলা।
☞ বাংলার লন্ডন বলা হয়→ সিলেট জেলা।

☞ বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী বলা হয়→ সিলেট জেলাকে।
☞ নীলচাষের ভিত্তিতে নামকণ→ নীলফামারী।
☞ প্রথম আর্সেনিক জেলা→ চাঁপাইনবাবগঞ্জ।
☞ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বলা হয়→ কক্সবাজার।
☞ উষ্ণতম জেলা→ রাজশাহী জেলা।

☞ বাংলার শিক্ষানগরী বলা হয়→ রাজশাহী জেলাকে।
☞ প্রথম নিরক্ষরভুক্ত জেলা→ মাগুরা।
☞ প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলা→ যশোর।
☞ বাংলার ডিজিটাল নগরী বলা হয়→ যশোর জেলাকে।
☞ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র

প্রতিরোধ তোলা হয়→ গাজীপুর জেলা।
☞ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা বলা হয়→ ভোলাকে।
☞ দ্বীপের রাণী বলা হয়→ ভোলাকে।
☞ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম→ ভোলা।
☞ বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলার নাম→বান্দরবান।
☞ বাংলাদেশের সর্ব পূর্বের জেলার নাম→বান্দরবান

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x