পড়াশোনা

গণিত বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-৩)

1 min read

প্রশ্ন-১। দুটি সম্পূরক কোণের সমষ্টি কত?
উত্তরঃ দুটি সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি।

প্রশ্ন-২। দুটি পূরক কোণের সমষ্টি কত?
উত্তরঃ দুটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি।

প্রশ্ন-৩। কয়টি কোণ দেওয়া থাকলে 1টি সদৃশ ত্রিভূজ আকাঁ যায়?
উত্তরঃ 3টি কোণ দেওয়া থাকলে 1টি সদৃশ ত্রিভূজ আঁকা যায়।

প্রশ্ন-৪। ক্রমিক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায়, তাদের ক্রমিক সংখ্যা বলে। যেমনঃ- ১, ২, ৩, ৪, ৫…… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ১, ৩, ৫, ৭,……. এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং ২, ৪, ৬, ৮, ১০……এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা ইত্যাদি।

প্রশ্ন-৫। বিজোড় সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সব স্বাভাবিক সংখ্যাকে ২ দ্বারা ভাগ করা যায় না তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন ১, ৩, ৫ ইত্যাদি।

প্রশ্ন-৬। ঋণাত্মক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ শূন্য অপেক্ষা ছোটো সংখ্যাগুলিকে ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -১, -২, -৩ ইত্যাদি।

প্রশ্ন-৭। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে?
উত্তরঃ শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলিকে ধনাত্মক সংখ্যা বলে। যেমন- ১, ২, ১০০ ইত্যাদি।

প্রশ্ন-৮। অখণ্ড সংখ্যা কাকে বলে?
উত্তরঃ শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলোকে একত্রে অখণ্ড সংখ্যা বলে। যেমন- ০, ১, ২, ৩, …. ইত্যাদি সংখ্যাগুলি হলো অখণ্ড সংখ্যা।

প্রশ্ন-৯। শূন্য জোড় না বিজোড় সংখ্যা?
উত্তরঃ শূন্য জোড় নয় বিজোড়ও নয়, ০ সংখ্যাটি অভাবজ্ঞাপক বা সহকারী সংখ্যা।

প্রশ্ন-১০। সদৃশকোণী বহুভুজ কাকে বলে?
উত্তরঃ সমান সংখ্যক বাহুবিশিষ্ট দুইটি বহুভুজের একটির কোণগুলো যদি ধারাবাহিকভাবে অপরটির কোণগুলোর সমান হয়, তবে বহুভুজ দুইটিকে সদৃশকোণী (equiangular) বলে।

প্রশ্ন-১১। সমবৃত্তভূমিক বেলনের সমগ্রতলকে কি বলে?
উত্তরঃ সমবৃত্তভূমিক বেলনের সমগ্রতলকে পৃষ্ঠতল বলে।

প্রশ্ন-১২। সমবৃত্তভূমিক বেলনের বক্রতলকে কি বলা হয়?
উত্তরঃ সমবৃত্তভূমিক বেলনের বক্রতলকে বক্রপৃষ্ঠ বলা হয়।

প্রশ্ন-১৩। সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে কি বলে?
উত্তরঃ সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল বলে।

প্রশ্ন-১৪। একটি চতুর্ভুজ আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন?
উত্তরঃ একটি চর্তুভূজ আঁকতে ৫টি উপাত্তের প্রয়োজন।

প্রশ্ন-১৫। একটি মাত্র বাহু থাকলে কোনটি আঁকা যায়?
উত্তরঃ একটি মাত্র বাহু থাকলে বর্গক্ষেত্র আঁকা যায়।

প্রশ্ন-১৬। বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
উত্তরঃ বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকা যায়।

প্রশ্ন-১৭। কোন বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস কত?
উত্তরঃ কোন বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস হবে 2r।

প্রশ্ন-১৮। একটি ত্রিভুজের কয়টি বহিবৃত্ত আঁকা সম্ভব?
উত্তরঃ একটি ত্রিভুজের তিনটি বহিবৃত্ত আঁকা সম্ভব।

প্রশ্ন-১৯। সমবৃত্তভুমিক বেলন বা Cylinder কাকে বলে?
উত্তরঃ কোনো আয়তক্ষেত্রের যেকোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ঐ বাহুর চারদিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে সমবৃত্তভুমিক বেলন বা Cylinder বলে।

প্রশ্ন-২০। সমান্তর ধারা কাকে বলে?
উত্তরঃ কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের পার্থক্য সমান হলে, সেই ধারাটিকে সমান্তর ধারা বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x