কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১)

প্রশ্ন-১। কম্পিউটার সিস্টেমের অংশ কতটি?
উত্তরঃ ২টি।

প্রশ্ন-২। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী?
উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা।

প্রশ্ন-৩। রুট Directory কাকে বলে?
উত্তরঃ একটি মূল Directory তৈরি করে যেখানে অন্যান্য ফাইল বা Directory জমা রাখা হয়, তাকে Root Directory বলে। রুট ডাইরেক্টরিতে যে সকল Directory তৈরি করা হয় তাদের সাব ডাইরেক্টরি বলা হয়। বিভিন্ন ডাইরেক্টরি এবং সাব-ডাইরেক্টরি গঠন কাঠামোকে ডাইরেক্টরি ট্রি (Tree) বলা হয়।

প্রশ্ন-৪। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে দুইভাগে ভাগ করা যায়।

প্রশ্ন-৫। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তরঃ হার্ডওয়্যার।

প্রশ্ন-৬। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
উত্তরঃ ৩টি অংশ।

প্রশ্ন-৭। ইউনিকোড সিস্টেম কি?
উত্তরঃ Unicode এর পূর্ণরূপ হলো Universal Code বা সার্বজনীন কোড। আন্তর্জাতিক ভাষাকে সমর্থনের জন্য ব্যবহৃত এটি ১৬ বিট কোডিং পদ্ধতি। এটি Unicode Incorporation তৈরি করেছে Apple এবং Microsoft এর সহায়তায়। এটি ASCII কোডের কম্পাটিবল। যেমন– ASCII কোড সিস্টেমে A এবং a এর মান যথাক্রমে ৬৫ এবং ৯৭। যেগুলো ইউনিকোড সিস্টেমে যথাক্রমে /u004 এবং /u0061।

প্রশ্ন-৮। মেমোরি এবং ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে কে?
উত্তরঃ কন্ট্রোল ইউনিট।

প্রশ্ন-৯। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ সি.পি.ইউ কে তিন ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন-১০। কম্পিউটারের স্পেশাল ডিভাইস কোনটি?
উত্তরঃ কম্পিউটারের স্পেশাল ডিভাইস- মাদারবোর্ড।

প্রশ্ন-১১। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসেবে কী ব্যবহার করা হতো।?
উত্তরঃ প্রথম প্রজন্মের কমপিউটারে ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করা হতো। – পাঞ্চকার্ড।

প্রশ্ন-১২। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?
উত্তরঃ টেড হফ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

প্রশ্ন-১৩। পি.সি (P.C) শব্দের অর্থ কি?
উত্তরঃ পি.সি (P.C) শব্দের অর্থ – পার্সোনাল কমপিউটার।

প্রশ্ন-১৪। PDA কোন ধরনের কম্পিউটার?
উত্তরঃ PDA যে ধরনের কম্পিউটার – মাইক্রো কম্পিউটার।

প্রশ্ন-১৫। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন।

প্রশ্ন-১৬। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে যে প্রতিষ্ঠান – অ্যাপল।

প্রশ্ন-১৭। কম্পিউটারের প্রজন্ম কয়টি?
উত্তরঃ কম্পিউটারের প্রজন্ম ৫টি।

প্রশ্ন-১৮। কম্পপিউটারের প্রধান বৈশিষ্ট কয়টি?
উত্তরঃ কম্পপিউটারের প্রধান বৈশিষ্ট ২টি ।

প্রশ্ন-১৯। কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে?
উত্তরঃ কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় হিসেবে ন্যানো সেকেন্ডে।

প্রশ্ন-২০। কম্পিউটারের র‌্যাম ক্যাশ কি?
উত্তরঃ RAM Cache হলে RAM-এর অংশ বিশেষ। কাজের গতি বাড়ানোর জন্য RAM Cache ব্যবহার করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *