কীবোর্ড (Keyboard) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। কী-বোর্ডে কতগুলো কী থাকে?
উত্তরঃ কী-বোর্ডে ১০৪-১১০ টি কী থাকে।

প্রশ্ন-২। একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে?
উত্তরঃ একটি কীবোর্ডে ফাংশন-কী থাকে ১২টি।

প্রশ্ন-৩। নিউমেরিক কী-প্যাড কোথায় থাকে?
উত্তরঃ কী-বোর্ডের ডান দিকে।

প্রশ্ন-৪। কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি?
উত্তরঃ কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা ২টি।

প্রশ্ন-৫। মাইক্রোসফট কী (Microsoft Key) এর কাজ কী?
উত্তরঃ কী-বোর্ডের নিচের সারিতে মাইক্রোসফট কোম্পানির Logo সংবলিত মাইক্রোসফট কী থাকে। মাইক্রোসফট নির্মিত অপারেটিং সিস্টেমে কী বিশেষ কাজ সম্পাদন করে। যেমন– মাইক্রোসফট কী + D চাপলে পর্দায় খোলা সব প্রোগ্রাম বন্ধ হয়ে ডেস্কটপ প্রদর্শিত হয়। মাইক্রোসফট কী + E চাপলে Windows Explorer প্রোগ্রাম চালু হয়। এছাড়াও আরো অনেক ধরনের কাজ করা যায়।

প্রশ্ন-৬। ফাংশন কী বলতে কী বোঝায়?
উত্তরঃ ফাংশন কী বলতে পিসি কীবোর্ডে শীর্ষ সারিতে থাকা বারোটি  Key কে বোঝায়। F1-F12 লেবেলযুক্ত, এই ফাংশন কী প্রিন্টিং বা ফাইল সংরক্ষণ করার জন্য শর্টকাট কাজ করে। বিভিন্ন অপারেটিং সিস্টেম, উদাহরণস্বরূপ উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের ফাংশন কী এর জন্য পৃথক ব্যবহার রয়েছে। এছাড়াও ফাংশন কী সফ্ট কী হিসাবে পরিচিত।

প্রশ্ন-৭। মাল্টিমিডিয়া কী (Key)-এর পরিচয় ও কাজ।
উত্তরঃ মাল্টিমিডিয়া কী-এর পরিচয় ও কাজ নিচে তুলে ধরা হলো–
Play/Pause : এই কী-তে চাপ দিয়ে মাল্টিমিডিয়া চালু বা বন্ধ করা হয়।
Stop : অডিও বা ভিডিও ফাইল চলা অবস্থায় এই কী চেপে বন্ধ করা যায়।
Forward : এই কী-তে চাপ দিয়ে এক ফাইল বাদ দিয়ে পরবর্তী ফাইল চালানো যায়।
Backward : এই কী-তে চাপ দিয়ে পূর্বের ফাইল চালানো যায়।
Volume/Mute Control : স্পিকারের ভলিউম নিয়ন্ত্রণ এবং শব্দকে সাময়িকভাবে বন্ধ করার জন্য এই কী ব্যবহৃত হয়।

প্রশ্ন-৭। একটি লাইন মুছে ফেলার জন্য কী করতে হবে?
উত্তরঃ কার্সরকে লাইনের শুরুতে বসিয়ে Shift বোতাম চেপে ধরে END বোতামে চাপ দিতে হবে। তারপর Del বোতামে চাপ দিলে লাইনটি মুছে যাবে।

প্রশ্ন-৮। অভ্র কত সালে প্রবর্তিত হয়?
উত্তরঃ অভ্র প্রবর্তিত হয় -২০০৭ সালে।

প্রশ্ন-৯। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে কী লেখা যায়?
উত্তরঃ ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে লেখা যায় – জ ও ঝ

প্রশ্ন-১০। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম কী?
উত্তরঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম – ন্যাশনাল কীবোর্ড।

প্রশ্ন-১১। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি?
উত্তরঃ দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” -G।

কীবোর্ড দিয়ে লেখা ব্লক করার নিয়ম কি?
উত্তরঃ কীবোর্ড দিয়ে লেখা ব্লক করার নিয়মগুলো নিম্নরূপঃ
* বাম থেকে ডানদিকে এক অক্ষর ব্লক করার জন্য Shift + →
* ডান থেকে বামে এক অক্ষর ব্লক করার জন্য Shift + ←
* উপরের দিকে এক লাইন ব্লক করার জন্য Shift + ↑
* নিচের দিকে এক লাইন ব্লক করার জন্য Shift + ↓
* সমস্ত ডকুমেন্টটি ব্লক করার জন্য Ctrl + A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *