এসএসসি (SSC) গার্হস্থ্য বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করার জন্য গৃহ ব্যবস্থাপক কী করে থাকেন?
ক. নিজে সব কাজ করেন
খ. কাজের লোক দিয়ে কাজ করান
গ. সদস্যদের মধ্যে কাজ বণ্টন করেন
ঘ. গৃহের বাইরে কাজ করেন
সঠিক উত্তর : গ
২. গৃহিণী নিজের সময় ও শক্তি বাঁচাতে পারেন কীভাবে?
ক. সম্পদ বৃদ্ধি করে
খ. দায়িত্ব ভাগ করে দিয়ে
গ. উপযোগ বৃদ্ধি করে
ঘ. চাহিদা কমিয়ে
সঠিক উত্তর : খ
৩. কাকে পরিবারের সার্বিক কাজের দায়িত্বে থাকতে হয়?
ক. পরিবারের সবাইকে
খ. বড় ছেলেকে
গ. বড় মেয়েকে
ঘ. গৃহ ব্যবস্থাপককে
সঠিক উত্তর : ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিলি বেগম ধৈর্যসহকারে কাজ করেন। ফলে কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। নতুন কোনো কাজ একবারে না পারলে তিনি কাজটি না শেখা পর্যন্ত করে যেতে থাকেন।
৪. অনুচ্ছেদে মিলি বেগমের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক. উদ্দীপনা
খ. বুদ্ধিমত্তা
গ. অধ্যবসায়
ঘ. অভিযোজ্যতা
সঠিক উত্তর : গ
৫. মিলি বেগম কোনো নতুন কাজ কীভাবে আয়ত্ত করেন?
ক. অন্য কাউকে দিয়ে করান
খ. বারবার চেষ্টা করেন
গ. হাল ছেড়ে দেন
ঘ. বিকল্প উপায় খোঁজেন
সঠিক উত্তর : খ
৬. প্রবীণ ও নবীনদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় কেন?
ক. মতের অমিলের জন্য
খ. বয়সের পার্থক্যের জন্য
গ. সুসম্পর্ক না থাকার জন্য
ঘ. আধুনিক দৃষ্টিভঙ্গির জন্য
সঠিক উত্তর : ক
৭. গৃহের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে?
ক. সদস্যদের ওপর
খ. পরিবারের বড় ছেলের ওপর
গ. গৃহ ব্যবস্থাপকের ওপর
ঘ. পরিবারের মেয়ের ওপর
সঠিক উত্তর : গ
৮. কোনটি ছাড়া কোনো কাজে সফলতা আসে না?
ক. আত্মসংযম খ. বুদ্ধিমত্তা
গ. অধ্যবসায় ঘ. বিচারবুদ্ধি
সঠিক উত্তর : গ
৯. কীভাবে গৃহ ব্যবস্থাপকের গুণাবলির বিকাশ ঘটে?
ক. কাজ সম্পর্কে সচেতন হলে
খ. কর্তব্য পালন করে
গ. বেশি সময় ধরে কাজ করে
ঘ. বেশি কাজ করে
সঠিক উত্তর : ক
১০. গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা কার দায়িত্ব?
ক. গৃহ ব্যবস্থাপকের
খ. গৃহকর্ত্রীর
গ. মায়ের
ঘ. সমাজের
সঠিক উত্তর : ক
১১. স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণের মাধ্যমে কোন লক্ষ্য অর্জন করা যায়?
ক. তাৎক্ষণিক খ. মধ্যবর্তীকালীন
গ. দীর্ঘমেয়াদি ঘ. অস্থায়ী
সঠিক উত্তর : গ
১২. কোথায়, কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয় গৃহ ব্যবস্থাপনার কোন পর্যায়ে?
ক. মূল্যায়ন খ. নিয়ন্ত্রণ
গ. সংগঠন ঘ. পরিকল্পনা
সঠিক উত্তর : গ
১৩. গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে লক্ষ করা যায়—
i. উদ্দেশ্য নির্ধারণ
ii. সম্পদের আনুমানিক ধারণা
iii. সম্পদ ব্যবহারে ধারাবাহিক কর্মপন্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৪. মূল্যায়নের ক্ষেত্রে যেসব বিষয়ে সচেতন হতে হয়—
i. পরিকল্পনা
ii. নিয়ন্ত্রণ
iii. সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১৫. পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করা গৃহ ব্যবস্থাপনার কোন পর্যায়ের কাজ?
ক. পরিকল্পনা খ. নিয়ন্ত্রণ
গ. সংগঠন ঘ. মূল্যায়ন
সঠিক উত্তর : খ
১৬. স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্য কী?
ক. তাৎক্ষণিক লক্ষ্য অর্জন
খ. মধ্যবর্তীকালীন লক্ষ্য অর্জন
গ. দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন
ঘ. ধীরে ধীরে লক্ষ্য অর্জন
সঠিক উত্তর : গ
১৭. জ্বালানি সংকট দূরীকরণে সক্রিয় অংশগ্রহণ করে কোনটি?
ক. গৃহ ব্যবস্থাপনা
খ. জ্বালানি ব্যবস্থাপনা
গ. সমাজ ব্যবস্থাপনা
ঘ. সম্পদ ব্যবস্থাপনা
সঠিক উত্তর : ক
১৮. সংগঠনের কয়টি পর্যায় আছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : খ
১৯. সংগঠন কথাটির ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
ক. একধরনের প্রতিষ্ঠান
খ. দলগত কর্মপন্থা
গ. পরিবারের একটি কর্মক্ষেত্র
ঘ. বিভিন্ন কাজের সংযোগ সাধন
সঠিক উত্তর : ঘ
২০. সাধারণত কিসের ভিত্তিতে পরিবারের লক্ষ্য স্থির করা হয়?
ক. পরিকল্পনার খ. মূল্যবোধের
গ. সংগঠনের ঘ. নিয়ন্ত্রণের
সঠিক উত্তর : খ