১. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি?
ক. ভূখণ্ড খ. সরকার
গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি
সঠিক উত্তর : খ
২. Civitas শব্দের অর্থ কী?
ক. পৌরনীতি খ. নগররাষ্ট্র
গ. নাগরিক ঘ. নাগরিকতা
সঠিক উত্তর : খ
৩. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করা কোন বিষয়টির অন্তর্ভুক্ত?
ক. ইতিহাস
খ. সমাজবিজ্ঞান
গ. পৌরনীতি ও নাগরিকতা
ঘ. সমাজবিজ্ঞান
সঠিক উত্তর : গ
৪. রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক. রাষ্ট্রীয় সম্মান
খ. মূল্যবোধ
গ. রাষ্ট্রীয় খেতাব
ঘ. নাগরিকতা
সঠিক উত্তর : ঘ
৫. পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ?
ক. সামাজিক বিজ্ঞান
খ. নৃবিজ্ঞান
গ. পদার্থবিজ্ঞান
ঘ. চিকিৎসাবিজ্ঞান
সঠিক উত্তর : ক
৬. বাংলাদেশে কত বছরের নিচের নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ধরা হয়?
ক. ১৬ বছর
খ. ১৭ বছর
গ. ১৮ বছর
ঘ. ১৫ বছর
সঠিক উত্তর : গ
৭. বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়?
ক. ৫টি খ. ৪টি
গ. ৩টি ঘ. ২টি
সঠিক উত্তর : ঘ
৮. পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি?
ক. সাম্য
খ. নাগরিক
গ. রাজনীতি
ঘ. স্বাধীনতা
সঠিক উত্তর : খ
৯. নাগরিকের কোন বিষয়টি পৌরনীতির প্রধান আলোচ্য?
ক. স্বাস্থ্য ও শিক্ষা
খ. অধিকার ও কর্তব্য
গ. জাতীয় ও আন্তর্জাতিক বিষয়
ঘ. অতীত ও বর্তমান
সঠিক উত্তর : খ
১০. কোনটি স্থানীয় প্রতিষ্ঠান?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তর : ঘ
১১. আমাদের বসবাসের এলাকাকে কেন্দ্র করে কোনটি গড়ে ওঠে?
ক. আঞ্চলিক প্রতিষ্ঠান
খ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান
গ. জাতীয় প্রতিষ্ঠান
ঘ. স্থানীয় প্রতিষ্ঠান
সঠিক উত্তর : ঘ
১২. আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?
ক. মণিপুরি খ. চাকমা
গ. গারো ঘ. সাঁওতাল
সঠিক উত্তর : গ
১৩. বাংলাদেশে কোন ধরনের পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
ক. যৌথ খ. একক
গ. বহুপত্নীক ঘ. একপত্নীক
সঠিক উত্তর : খ
১৪. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সাংস্কৃতিক খ. সামাজিক
ঘ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক
সঠিক উত্তর : খ
১৫. ‘সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।’ উক্তিটি কার?
ক. জিন্সবার্গের খ. ম্যাকাইভারের
গ. গার্নারের ঘ. উইলসনের
সঠিক উত্তর : খ
১৬. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর : ক
১৭. কোন পরিবারে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করে পরিবার গঠন করে?
ক. একপত্নীক খ. বহুপত্নীক
গ. বহুপতি ঘ. একক
সঠিক উত্তর : গ
১৮. বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের প্রকার হলো —
i. পিতৃতান্ত্রিক
ii. মাতৃতান্ত্রিক
iii. বহুপত্নীক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১৯. পরিবারের শ্রেণিবিভাগ করা হয় যে নীতির ভিত্তিতে —
i. বংশগণনা ও নেতৃত্ব
ii. পারিবারিক কাঠামো
iii. বৈবাহিক সূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২০. কোনটি শাশ্বত বিদ্যালয়?
ক. সমাজ খ. পরিবার
গ. কলেজ ঘ. স্কুল
সঠিক উত্তর : খ
২১. পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব করা পরিবারের কোন ধরনের কাজ?
ক. রাজনৈতিক
খ. মনস্তাত্ত্বিক
গ. বিনোদনমূলক
ঘ. শিক্ষামূলক
সঠিক উত্তর : গ
২২. সন্তানসন্ততি জন্মদান ও লালন–পালন করা পরিবারের কোন ধরনের কাজ?
ক. মনস্তাত্ত্বিক খ. জৈবিক
গ. শিক্ষামূলক ঘ. রাজনৈতিক
সঠিক উত্তর : খ
২৩. পরিবারের বিনোদনমূলক কাজ হ্রাস পাওয়ার জন্য দায়ী কোনটি?
ক. কর্মব্যস্ততা
খ. বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন
গ. শিক্ষার অগ্রসরতা
ঘ. ধর্মীয় শিক্ষা প্রসারতা
সঠিক উত্তর : খ
২৪. পরিবারকে কেন্দ্র করে যেসব অর্থনৈতিক কার্য সম্পাদিত হয় —
i. মৎস্য চাষ
ii. কৃষিকাজ
iii. পশু পালন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২৫. পরিবারের জৈবিক কাজ হচ্ছে —
i. সন্তান জন্মদান করা
ii. সন্তান লালন-পালন করা
iii. সন্তানদের কৃষিকাজ শেখানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
২৬. সমাজ গড়ে ওঠে কাদের নিয়ে?
ক. পশুপাখি খ. মানুষ
গ. গাছপালা ঘ. নদীনালা
সঠিক উত্তর : খ
২৭. মানুষ কোথায় নিজেকে বিকশিত করে?
ক. আন্তর্জাতিক পরিবেশে
খ. সামাজিক পরিবেশে
গ. রাজনৈতিক পরিবেশে
ঘ. অর্থনৈতিক পরিবেশে
সঠিক উত্তর : খ
২৮. সমাজের সংঘবদ্ধতার ধারণা বিশ্লেষণ করলে এর কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায়?
ক. দুই খ. চার
গ. তিন ঘ. একটি
সঠিক উত্তর : ক
২৯. অ্যারিস্টটল মানুষকে কোন দৃষ্টিকোণ থেকে সামাজিক জীব হিসেবে অভিহিত করেছেন?
ক. জন্মগতভাবে খ. প্রকৃতিগতভাবে
গ. স্বভাবগতভাবে ঘ. সামাজিকভাবে
সঠিক উত্তর : গ
৩০. অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন?
ক. চীনের খ. গ্রিসের
গ. ইংল্যান্ডের ঘ. জাপানের
সঠিক উত্তর : খ
৩১. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ৩টি খ. ২টি
গ. ৫টি ঘ. ৪টি
সঠিক উত্তর : ঘ
৩২. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকারপদ্ধতি চালু রয়েছে?
ক. সংসদীয় খ. রাষ্ট্রপতি শাসিত
গ. সমাজতান্ত্রিক ঘ. এককেন্দ্রিক
সঠিক উত্তর : খ
৩৩. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কী?
ক. সেনাবাহিনী খ. সরকার
গ. জনগণ ঘ. সার্বভৌমত্ব
সঠিক উত্তর : ঘ
৩৪. কোন বয়সের নিচে ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করা যায় না?
ক. ১৭ বছর খ. ১৮ বছর
গ. ১৬ বছর ঘ. ১৯ বছর
সঠিক উত্তর : খ
৩৫. ‘ক’ রাষ্ট্রের জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার রয়েছে। নিচের কোনটি হলে ‘ক’ রাষ্ট্রকে পূর্ণাঙ্গ রাষ্ট্র বলা যাবে?
ক. জনমত খ. সংবিধান
গ. স্বায়ত্তশাসন ঘ. সার্বভৌমত্ব
সঠিক উত্তর : ঘ
৩৬. বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র কোনটি করে থাকে?
ক. বহিঃশক্তির সঙ্গে চুক্তি
খ. বহিঃশক্তির সঙ্গে যুদ্ধ
গ. বহিঃশক্তির সঙ্গে বাণিজ্য
ঘ. বহিঃশক্তির হাত থেকে দেশকে মুক্ত
সঠিক উত্তর : ঘ
৩৭. রাষ্ট্র গড়ে ওঠে —
i. গ্রাম নিয়ে
ii. সমাজ নিয়ে
iii. পরিবার নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৩৮. টমাস হবস ও জন লক ছিলেন —
ক. ফরাসি দার্শনিক
খ. ব্রিটিশ দার্শনিক
গ. ইতালিয়ান দার্শনিক
ঘ. জার্মান দার্শনিক
সঠিক উত্তর : খ
৩৯. রাষ্ট্রের উৎপত্তিসম্পর্কিত ঐশী মতবাদ কোন ধরনের?
ক. আধুনিক মতবাদ
খ. সুপ্রাচীন মতবাদ
গ. গ্রহণযোগ্য মতবাদ
ঘ. মধ্যযুগীয় মতবাদ
সঠিক উত্তর : খ
৪০. বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন, এটা কোন মতবাদে বলা হয়?
ক. ঐশী খ. ঐতিহাসিক
গ. বলপ্রয়োগ ঘ. সামাজিক চুক্তি
সঠিক উত্তর : ক
৪১. কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত?
ক. সামাজিক চুক্তি
খ. ঐশী
গ. বল বা শক্তি প্রয়োগ
ঘ. ঐতিহাসিক
সঠিক উত্তর : খ
৪২. বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র টিকে থাকতে পারে না কেন?
ক. জনগণ ভয়ে পালায়
খ. জনগণের সমর্থন হারায়
গ. সবাই ঘৃণা করে
ঘ. রাষ্ট্র ধ্বংস হয়ে যায়
সঠিক উত্তর : খ
৪৩. বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল ভিত্তি কী?
ক. যুদ্ধবিগ্রহ
খ. রাজনৈতিক কার্যকলাপ
গ. ধর্মীয় শিক্ষা
ঘ. জনসম্মতি
সঠিক উত্তর : ক
৪৪. ‘রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি।’ এটি কোন মতবাদের মূল বক্তব্য?
ক. সামাজিক চুক্তি
খ. ঐশী
গ. বল প্রয়োগ
ঘ. ঐতিহাসিক
সঠিক উত্তর : ঘ
৪৫. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই কী বলতেন?
ক. আমিই রাজ্য
খ. আমিই রাষ্ট্র
গ. আমরাই রাষ্ট্র
ঘ. আমরাই রাজ্য
সঠিক উত্তর : খ
৪৬. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কত ধরনের কাজ সম্পাদন করে?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
সঠিক উত্তর : ক
৪৭. প্রাচীনকালে কোন দুটির সঙ্গে পার্থক্য করা যেত না?
i. রাষ্ট্র
ii. সরকারের
iii. জনগণের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৪৮. কোন সময়ে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল?
ক. মধ্যযুগে
খ. নব্য-প্রস্তর যুগে
গ. প্রাচীন প্রস্তর যুগে
ঘ. প্রাচীনকালে
সঠিক উত্তর : ঘ
৪৯. কারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না?
ক. পুরুষেরা
খ. নারীরা
গ. বিদেশিরা
ঘ. দাসেরা
সঠিক উত্তর : গ
৫০. সমাজ গঠনের মূল উদ্দেশ্য কী?
ক. ব্যক্তির নিরাপত্তা
খ. সংগঠনের নিরাপত্তা
গ. প্রতিষ্ঠানের নিরাপত্তা
ঘ. রাষ্ট্রের নিরাপত্তা
সঠিক উত্তর : ক