তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১৭)

প্রশ্ন-১। ডেটার এনটিটি কি?
উত্তরঃ এনটিটি হচ্ছে সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা যায়। কোন ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের জন্য যে নাম দেওয়া হয় তাই হচ্ছে ডেটার এনটিটি। এনটিটির বাস্তব উপস্থিতি থাকতে পারে অথবা এটি শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে হতে পারে।

প্রশ্ন-২। ক্ল্যাডিং (Cladding) কি?
উত্তরঃ কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিকটি ক্ল্যাডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাংক ক্ল্যাডিং এর প্রতিসরাংকের চেয়ে বেশি থাকে।

প্রশ্ন-৩। সত্যক সারণিতে মিনটার্ম কি?
উত্তরঃ সত্যক সারণির একটি নির্দিষ্ট সারিতে চলকগুলাের যে মান আছে কেবলমাত্র সেই মানের জন্য যে বুলিয়ান রাশির আউটপুট 1 হয় তাকে ঐ নির্দিষ্ট সারির মিনটার্ম বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি সত্যক সারণিতে A, B, C তিনটি ইনপুট থাকে এবং ABC রাশিটির মান 1 হয় তবে এটি হবে ABC রাশির একটি মিনটার্ম।

প্রশ্ন-৪। ড্রোন কি?
উত্তরঃ ড্রোন হলো এমন এক ধরনের উড়োজাহাজ বা বিমান যা পাইলট ছাড়া চলাচল করে।

প্রশ্ন-৫। NEWS-এর পূর্ণরূপ কি?
উত্তরঃ NEWS-এর পূর্ণরূপ হচ্ছে NORTH-EAST-WEST-SOUTH.

প্রশ্ন-৬। দেশে সর্বপ্রথম টিভি চ্যানেল চালু হয় কবে?
উত্তরঃ দেশে সর্বপ্রথম টিভি চ্যানেল চালু হয় ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর।

প্রশ্ন-৭। কে কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালু করেন?
উত্তরঃ গ‍্যারি কিলডল সর্বপ্রথম কম্পিউটার অপারেটিং সিস্টেম চালু করেন।

প্রশ্ন-৮। পার্সোনাল কম্পিউটারকে আবিষ্কার করেন?
উত্তরঃ পার্সোনাল কম্পিউটার আবিষ্কার করেন বিজ্ঞানী স্টিভজবস।

প্রশ্ন-৯। টেলেক্স যন্ত্র কী কাজে ব্যবহার করা যায়?
উত্তরঃ লিখিত যে কোনো খবর আদান-প্রদানের কাজে ব্যবহৃত হয়।

প্রশ্ন-১০। সিনহুয়া কি?
উত্তরঃ সিনহুয়া হচ্ছে চীনের সংবাদ সংস্থা।

প্রশ্ন-১১। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক কী?
উত্তরঃ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক দেশের প্রথম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।

প্রশ্ন-১২। ইন্টারনেট ব্যবহারে কী কী প্রয়োজন?
উত্তরঃ ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় উপকরণগুলো হলো:
১. কম্পিউটার;
২. মডেল;
৩. টেলিফোন;
৪. লাইন;
৫. ইন্টারনেট সংযোগ;
৬. সফটওয়্যার ।

প্রশ্ন-১৩। ডিসিশন ট্রি এবং ডিসিশন টেবিলের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ একটি ডিসিশন টেবিল হল একটি সারণী যা সরল ও সুশৃঙ্খলভাবে শর্ত ও ক্রিয়াকলাপগুলি নির্দেশ করে। অপরদিকে, ডিসিশন ট্রি হল কিছু শর্তের ভিত্তিতে সিদ্ধান্তের সম্ভাব্য সমাধানগুলির একটি গ্রাফিকাল উপস্থাপনা।

প্রশ্ন-১৪। সার্চিং কী?
উত্তরঃ কোনো স্থানে কোনো নির্দষ্ট ডাটা বা আইটেমকে খুজে বের করা বা তার অবস্থান নির্ণয় করার প্রক্রিয়াকে সার্চিং বলে।

প্রশ্ন-১৫। ব্লু-টুথের মাধ্যমে তৈরি করা যায় কোন নেটওয়ার্ক ?
উত্তরঃ ব্লু-টুথের মাধ্যমে তৈরি করা যায় PAN নেটওয়ার্ক।

প্রশ্ন-১৬। ডাবল ডেটা টাইপের মেমোরি কত?
উত্তরঃ ডাবল ডেটা টাইপের মেমোরি :  ৮  byte

প্রশ্ন-১৭। সিংগেল ডেটা টাইপের মেমোরি কত?
উত্তরঃ সিংগেল ডেটা টাইপের মেমোরি : ৪ byte

প্রশ্ন-১৮। কে RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রবর্তন করেন?
উত্তরঃ ইডগার কড    RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রবর্তন করেন।

প্রশ্ন-১৯। ডাটা শব্দের বহুবচন কোনটি?
উত্তরঃ ডাটা শব্দের বহুবচন হলো ডাটাম।

প্রশ্ন-২০। বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয়?
উত্তরঃ বিশ্বগ্রামের ধারনা  ১৯৭০ সালে রূপ নেয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *