প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ (প্রাথমিক বিজ্ঞান), পঞ্চম শ্রেণি

প্রশ্ন-১। তোমার চারপাশে পরিবেশের বিভিন্ন উপাদান বিদ্যমান। এগুলোকে কয়ভাগে ভাগ করা হয়?

উত্তরঃ আমার চারপাশের পরিবেশের উপাদানগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। যথা- ১। জীব ও ২। জড়।

প্রশ্ন-২। জড় পরিবেশ কাকে বলে? জড় পরিবেশের মূল উপাদান কয়টি ও কি কি?

উত্তরঃ মাটি, পানি, বায়ু, আলো, ঘরবাড়ি ইত্যাদি অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় পরিবেশ বলে। জড় পরিবেশের মূল উপাদান তিনটি। এগুলো হলো– মাটি, পানি ও বায়ু।

প্রশ্ন-৩। উদ্ভিদের জীবনধারাকে প্রভাবিত করে এমন ২টি উপাদানের নাম লেখ।

উত্তরঃ উদ্ভিদের জীবনধারাকে প্রভাবিত করে এমন ২টি উপাদান হলো- ১। আলো ও ২। পানি।

প্রশ্ন-৪। মাটিতে বাস করে এমন দুটি জীবের নাম লেখ।

উত্তরঃ মাটিতে বাস করে এমন দুটি জীবের নাম হলো- ১। কেঁচো ও ২। ইঁদুর।

প্রশ্ন-৫। পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখ।

উত্তরঃ পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম হলো- ১। পাখি ও ২। মৌমাছি।

প্রশ্ন-৬। উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।

উত্তরঃ উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো-

  • উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাসগ্রহণের সময় গ্রহণ করে।
  • পাখি গাছের ডালে বাসা বেঁধে বাস করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *