বচন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ব্যাকরণে বচন অর্থ কি?
উত্তরঃ ব্যাকরণে বচন অর্থ সংখ্যার ধারণা।

প্রশ্ন-২। বচন কাকে বলে?
উত্তরঃ যে শব্দ দিয়ে কোনো কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করা হয়, তাকে বচন বলে।

প্রশ্ন-৩। বচন কত প্রকার ও কি কি?
উত্তরঃ বচন দুই প্রকার। যথাঃ ১। এক বচন ও ২। বহুবচন।

প্রশ্ন-৪। একবচন কাকে বলে?
উত্তরঃ যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন- সে এলো। মেয়েটি স্কুলে যায়নি।

প্রশ্ন-৫। বহুবচন কাকে বলে?
উত্তরঃ যে সকল শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তু বুঝায়, তাদেরকে বহুবচন বলে। যেমন- বইগুলো, কলমগুলো, আমরা তারা ইত্যাদি।

প্রশ্ন-৬। ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
উত্তরঃ পারিভাষিক।

প্রশ্ন-৭। কোন কোন পদের বচন ভেদ আছে?
উত্তরঃ বিশেষ্য-সর্বনাম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *