তাহারেই পড়ে মনে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

এইচএসসি ২০২২ – বাংলা ১ম পত্র

১. কবি শীতকে কল্পনা করেছেন নিচের কোনটির সঙ্গে?

ক. মাঘের সন্ন্যাসীর সঙ্গে

খ. রিক্ততার সঙ্গে

গ. কবিমনের উদাসীনতার সঙ্গে

ঘ. কুয়াশার সঙ্গে

সঠিক উত্তর : ক

২. ‘উত্তরী’ শব্দের স্বাভাবিক অর্থ নিচের কোনটির সঙ্গে তুলনাযোগ্য?

ক. উত্তর দিক

খ. উত্তরের হাওয়া

গ. উত্তরের দুয়ার

ঘ. চাদর

সঠিক উত্তর : ঘ

৩. ‘কুয়াশা’ শব্দের প্রতিশব্দ হিসেবে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

ক. চাদর খ. উত্তরীয়

গ. কুহেলী ঘ. কুহেলীকা

সঠিক উত্তর : গ

৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্তবিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে?

ক. অভিমান খ. উদাসীনতা

গ. শূন্যতা ঘ. ব্যর্থতা

সঠিক উত্তর : খ

৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত?

ক. সংলাপনির্ভর খ. শোকগীতি

গ. রূপকধর্মী ঘ. প্রতীকধর্মী

সঠিক উত্তর : ক

৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলে কোনটিকে নির্দেশ করেছেন?

ক. বৈরী আবহাওয়া

খ. শীত ঋতুর বৈশিষ্ট্য

গ. ব্যক্তিজীবনের শূন্যতা

ঘ. প্রয়াত স্বামীকে

সঠিক উত্তর : খ

৭. রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়া—চরণটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. বসন্ত বৈশিষ্ট্য

খ. কবির আক্ষেপ

গ. কবির বেদনা

ঘ. কবির উদাসীনতা

সঠিক উত্তর : খ

৮. ‘পাথার’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে—

i. পাথর

ii. শক্ত বিশেষ কিছু

iii. সমুদ্র

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৯. কবি-ভক্ত কবিকে মিনতি জানিয়েছেন, যেন কবি—

i. গান রচনা করে

ii. কাব্য রচনা করে

iii. বসন্ত বন্দনা করে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও iii ঘ. ii ও iii

সঠিক উত্তর : গ

১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সঙ্গে তুলনীয় ঋতু—

i. বর্ষা

ii. বসন্ত

iii. শীত

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও iii ঘ. ii ও iii

সঠিক উত্তর : ঘ

১১. বসন্তকে কবির উপেক্ষার কারণ —

i. প্রবাসে বসবাস

ii. ব্যক্তিজীবনের বেদনা

iii. স্বামীর অকাল প্রয়াণ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় আচ্ছন্ন হয়ে আছে —

i. প্রকৃতির সৌন্দর্য

ii. স্মৃতিকাতরতা

iii. বিষাদময় রিক্ততার সুর

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

শীতের পর আসে বসন্ত ঋতু। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় বাগান। আম্র মুকুলের মৌ মৌ গন্ধে ভরে ওঠে চারদিক। এ ঋতুতে বিরহীদের মন প্রিয়জনদের সান্নিধ্য খোঁজে। কেননা, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

১৩. উদ্দীপকের আবহের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য পাওয়া যায়?

ক. সেই অস্ত্র

খ. ঐকতান

গ. তাহারেই পড়ে মনে

ঘ. সাম্যবাদী

সঠিক উত্তর : গ

১৪. উদ্দীপক ও আলোচ্য কবিতার মাধ্যমে প্রমাণিত হয় —

i. মানব মন ও প্রকৃতির সম্পর্ক

ii. মানব মনের ওপর প্রকৃতির প্রভাব

iii. প্রকৃতির ওপর মানব মনের প্রভাব

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i ও ii

সঠিক উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও

নাহিদা বেগম প্রিয়জনের মৃত্যুতে শোকাচ্ছন্ন। প্রকৃতির কোনো সৌন্দর্য আর তাকে আকৃষ্ট করে না। শরতের যে কাশফুল দেখে একসময় তার মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠত, সেই কাশফুল এখন তার কাছে শুভ্র কাফনের মতো।

১৫. উদ্দীপকের নাহিদা বেগম ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কার প্রতিনিধিত্ব করছে?

ক. কবির খ. কবির ভক্তের

গ. কবির পুত্রবধূর ঘ. কবির কন্যার

সঠিক উত্তর : ক

১৬. নাহিদা বেগমের শোকাচ্ছন্ন থাকার মাধ্যমে প্রকাশ পায় —

i. কবির প্রিয়জন হারানোর বেদনা

ii. প্রকৃতির প্রতি কবির উদাসীনতা

iii. কবির প্রতি ভক্তের আহ্বান

নিচের কোনটি সঠিক?

ক. i খ. iii

গ. i ও ii ঘ. ii ও iii

সঠিক উত্তর : গ

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

খুকুমণি একটু ভাবুক প্রকৃতির। মাঝেমধ্যে দু–চারটি কবিতা লেখেন। বসন্ত ঋতু তাঁর খুব প্রিয়। বসন্তের নতুন ফুলে তিনি নিজেকে সাজিয়ে তোলেন। কিন্তু এ বছর তিনি ছোট ভাইয়ের মৃত্যুশোকে শোকাচ্ছন্ন। তবে তিনি এ শোকে মুহ্যমান হলেও প্রকৃতিতে ঠিকই বসন্তের আগমন ঘটেছে।

১৭. উদ্দীপকের আবহ তোমার পঠিত কোন রচনাকে স্পষ্ট করে?

ক. ঐকতান খ. তাহারেই পড়ে মনে

গ. সাম্যবাদী ঘ. লোক-লোকান্তর

সঠিক উত্তর : খ

১৮. খুকুমণি ও কবি সুফিয়া কামালের বেদনাকে উপেক্ষা করে প্রকৃতিতে বসন্তের আগমনে প্রকাশ পায়—

i. প্রকৃতির রুক্ষতা

ii. মহাকালের নিষ্ঠুরতা

iii. প্রকৃতির নিয়ম

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i ও ii

সঠিক উত্তর : ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও

প্রকৃতিপ্রেমী আরমান আজ প্রকৃতির প্রতি উদাসীন। তার ভালোবাসার মানুষের মৃত্যুতে সে শোকাহত। তাই ঋতুরাজের শুভ আগমন তার মনে কোনো ছন্দ নিয়ে আসতে পারেনি।

১৯. আরমানের সঙ্গে তুমি কার মিল খুঁজে পাও?

ক. শামসুর রাহমান

খ. বেগম রোকেয়া

গ. সুফিয়া কামাল

ঘ. আল মাহমুদ

সঠিক উত্তর : গ

২০. উদ্দীপকের মধ্য দিয়ে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির যে দিকটি প্রকাশ পায় —

i. স্মৃতিকাতরতা

ii. শোকসন্তপ্ত হৃদয়

iii. প্রকৃতিপ্রেম

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i ও ii

সঠিক উত্তর : ঘ

২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ঋতুর রাজন বলতে কী বোঝানো হয়েছে?

ক. গ্রীষ্ম খ. বর্ষা

গ. হেমন্ত ঘ. বসন্ত

সঠিক উত্তর : ঘ

২২. মৃদু মধু স্বরে কবি কী বললেন?

ক. রহেনি, সে ভুলেনি তো

খ. তার কণ্ঠে শুনি এ মোর মিনতি

গ. নাই হলো, না হোক এবারে

ঘ. দক্ষিণ দুয়ার গেছে খুলি

সঠিক উত্তর : গ

২৩. ‘উন্মনা’ শব্দের অর্থ কী?

ক. অন্যমনস্ক খ. পাগল

গ. উৎফুল্ল ঘ. অলস

সঠিক উত্তর : ক

২৪. মাঘের সন্ন্যাসী কোথায় গিয়েছে?

ক. কুহেলী উত্তরী তলে

খ. দিগন্তের পথে

গ. তীর্থস্থানে

ঘ. সুদূর উত্তরে

সঠিক উত্তর : খ

২৫. কবি সুফিয়া কামাল নতুন ফুল দিয়ে কী করেননি?

ক. ঘর সাজাননি খ. অর্ঘ্য সাজাননি

গ. মালা গাঁথেননি ঘ. ফুলদানি সাজাননি

সঠিক উত্তর : ক

২৬. ধরায় কী এসেছে?

ক. বাতাস খ. ফাগুন

গ. বসন্ত ঘ. স্বর্গীয় দেবী

সঠিক উত্তর : খ

২৭. কবি নিজে কোন অলংকারে সাজেননি?

ক. সোনার অলংকারে

খ. রুপার অলংকারে

গ. ফুলের অলংকারে

ঘ. মাটির অলংকারে

সঠিক উত্তর : গ

২৮. শীত প্রকৃতিতে কী দেয়?

ক. নতুন আমেজ খ. রিক্ততার রূপ

গ. শুষ্কতা ঘ. শূন্যতা

সঠিক উত্তর : খ

২৯. মানবমনের অফুরন্ত আনন্দের উৎস কোনটি?

ক. সাগর সৈকত খ. ফুলের সৌন্দর্য

গ. প্রকৃতির সৌন্দর্য  ঘ. সূর্যাস্তের দৃশ্য

সঠিক উত্তর : গ

৩০. ‘সাঁঝের মায়া’ কার উল্লেখযোগ্য গ্রন্থ?

ক. রোকেয়া সাখাওয়াত হোসেন

খ. সুফিয়া কামাল

গ. সুকান্ত ভট্টাচার্য

ঘ. দিলওয়ার

সঠিক উত্তর : খ

৩১. ‘সমীর’ শব্দের অর্থ কী?

ক. গন্ধ  খ. আগুন

গ. বাতাস  ঘ. আকাশ

সঠিক উত্তর : গ

৩২. বসন্তের সৌন্দর্য কবির কাছে কেমন?

ক. বিষণ্ন  খ. কাব্য প্রেরণার

গ. অর্থহীন  ঘ. রিক্ত

সঠিক উত্তর : গ

৩৩. কুহেলী উত্তরী পরে কে বিদায় নিয়েছে?

ক. গ্রীষ্ম  খ. বর্ষা

গ. শীত  ঘ. বসন্ত

সঠিক উত্তর : গ

৩৪. কার মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে?

ক. কবিপুত্র  খ. কবিকন্যা

গ. কবির স্বামীর  ঘ. কবি মাতার

সঠিক উত্তর : গ

৩৫. প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন বিষণ্ন কেন?

ক. প্রকৃতি কবির মনে প্রভাব ফেলতে পারেনি

খ. প্রকৃতির সঙ্গে কবির মনঃসংযোগ নেই

গ. ব্যক্তিজীবনের দুঃখ কবি মনকে আঁকড়ে রেখেছে

ঘ. কবিমন উদাসীন

সঠিক উত্তর : গ

৩৬. গাছে গাছে ফুল ফোটে কেন?

ক. বসন্তকে অভ্যর্থনা জানাতে

খ. শীতের আগমনকে জানিয়ে দিতে

গ. কবির মনে বসন্তের ছোঁয়া দিতে

ঘ. প্রকৃতির বুকে প্রাণ সঞ্চার করতে

সঠিক উত্তর : ক

৩৭. ‘দখিনা দুয়ার’ শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়ে দিয়েছেন?

ক. দক্ষিণ পথ

খ. দক্ষিণ দরজা

গ. বসন্তের দখিনা বাতাস

ঘ. বসন্তের বাতাবি লেবু ফুলের ঘ্রাণ

সঠিক উত্তর : গ

৩৮. কবির নিকট বসন্তের আগমন অর্থহীন কেন?

ক. বসন্ত কবিকে ভাবাতে পারেনি

খ. কবি বসন্ত সম্পর্কে অজ্ঞাত

গ. বসন্তের আবেদন গুরুত্বহীন

ঘ. প্রিয়জন কবির কাছে নেই

সঠিক উত্তর : ঘ

৩৯. ‘তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।’—তাহারে বলতে কবি কাকে বুঝিয়েছেন?

ক. কবির বন্ধুকে

খ. কবির স্বামীকে

গ. কবির নিকটাত্মীয়কে

ঘ. বসন্ত ঋতুকে

সঠিক উত্তর : খ

৪০. ‘এখনো দেখনি তুমি’—এ চরণ দ্বারা কবির কোন ভাবনাকে নির্দেশ করে?

ক. কবির একাগ্রতা

খ. কবির উদাসীনতা

গ. কবির শোকাচ্ছন্নতা

ঘ. কবির একাকিত্ব

সঠিক উত্তর : খ

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “তাহারেই পড়ে মনে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts