নীলনদ আর পিরামিডের দেশ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ষষ্ঠ শ্রেণি – বাংলা ১ম পত্র
১. কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?
ক. সুদান খ. সৌদি আরব
গ. ইরান ঘ. মিসর
সঠিক উত্তর : ঘ
২. ‘ক্যারাভান’ শব্দটির অর্থ কী?
ক. কাফেলা খ. গাড়ি
গ. উড়োজাহাজ ঘ. মেলা
সঠিক উত্তর : ক
৩. লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছাল কখন?
ক. সন্ধ্যায় খ. বিকেলে
গ. সকালে ঘ. ভোরে
সঠিক উত্তর : ক
৪. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯০৮ সালে ঘ. ১৯১০ সালে
সঠিক উত্তর : ক
৫. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কোনটি বেগুনি রং ধারণ করল বলে লেখক উল্লেখ করেছেন?
ক. সুয়েজ বন্দর খ. সুয়েজ খাল
গ. ভূমধ্যসাগর ঘ. নীলাকাশ
সঠিক উত্তর : ঘ
৬. লেখকের বর্ণনায় ঘন নীলাকাশ কোনটি মিলে বেগুনি রং ধারণ করল?
ক. সবুজ ও লাল খ. সবুজ ও হলুদ
গ. কালো ও সাদা ঘ. লাল ও নীল
সঠিক উত্তর : ঘ
৭. লেখকের বর্ণনায় মন্দমধুর ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছিল?
ক. পিরামিডের পাহাড় থেকে
খ. নীলনদ থেকে
গ. ভূমধ্যসাগর থেকে
ঘ. সুয়েজ বন্দর থেকে
সঠিক উত্তর : গ
৮. কত মাইল পেরিয়ে ঠান্ডা হাওয়া আসছে বলে লেখক তাঁর রচনায় উল্লেখ করেছেন?
ক. ১০০ মাইল খ. ৯০ মাইল
গ. ৮০ মাইল ঘ. ৭০ মাইল
সঠিক উত্তর : ক
৯. সূর্য কোথায় অস্ত গেল বলে লেখক ‘নীলনদ আর পিরামিডের দেশ’ রচনায় উল্লেখ করেছেন?
ক. মরুভূমির পেছনে
খ. মরুভূমির সামনে
গ. সুদানের রাস্তায়
ঘ. মিসরের রাস্তায়
সঠিক উত্তর : ক
১০. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৭ সালে
সঠিক উত্তর : ক
১১. সোনালি বালিতে প্রতিফলিত হয়ে সূর্যরশ্মি কোথায় হানা দিচ্ছিল?
ক. সুদানের মরুভূমিতে
খ. তরল জলে
গ. সোনালি বালিতে
ঘ. আকাশের বুকে
সঠিক উত্তর : ঘ
১২. লেখকের দেখা মরুভূমির কোন রং বদল করছিল?
ক. মরুভূমির সাগর
খ. আকাশ
গ. সোনালি বালি
ঘ. সূর্যের রশ্মি
সঠিক উত্তর : খ
১৩. লেখক মরুভূমিতে প্রবেশ করার সময় কোনটি নিষ্প্রভ হয়ে আসছিল?
ক. বিজলি বাতি খ. মরুভূমির শহর
গ. সুয়েজ বন্দর ঘ. নীলনদ
সঠিক উত্তর : ক
১৪. মরুভূমিতে কোন দৃশ্যটি লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে?
ক. সুদানিদের বিচরণ
খ. সুয়েজ বন্দরের দৃশ্য
গ. আকাশের রং পরিবর্তন
ঘ. মরুভূমির চন্দ্রালোক
সঠিক উত্তর : ঘ
১৫. ‘সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলের মাঝখানে দেখা যায় না’—এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে?
ক. মরুভূমির সূর্যোদয়
খ. মরুভূমির ওপর চন্দ্রালোক
গ. সুয়েজ বন্দরের দৃশ্য
ঘ. আকাশের রং পরিবর্তন
সঠিক উত্তর : খ
১৬. কায়রোতে যাওয়ার সময় কোন ব্যাপারটি লেখকের কাছে ভুতুড়ে বলে মনে হয়?
ক. মরুভূমির সূর্যোলোকে
খ. মরুভূমির ওপর চন্দ্রালোক
গ. সুয়েজ বন্দরের দৃশ্য
ঘ. আকাশের রং পরিবর্তন
সঠিক উত্তর : খ
১৭. জ্বলজ্বলে সবুজ আলো দুটি কোথা থেকে আসছিল?
ক. নারীর চোখ থেকে
খ. মোটরগাড়ি থেকে
গ. উটের ক্যারাভান থেকে
ঘ. ভূতের চোখ থেকে
সঠিক উত্তর : গ
১৮. বেদুইনদের কাছে কোনটি প্রিয়?
ক. খচ্চর খ. মরুভূমি
গ. উট ঘ. পুত্র
সঠিক উত্তর : গ
১৯. জাহাজে চড়ার সময় লেখক কোন বিষয়টি কল্পনা করেননি?
ক. সুদানিদের চাঞ্চল্য
খ. মরুভূমির রহস্যময়তা
গ. সুয়েজ বন্দরের সৌন্দর্য
ঘ. ফোকটে মরুভূমির অতিক্রম
সঠিক উত্তর : ঘ
২০. লেখক কখন কায়রোর শহরতলিতে ঢুকলেন?
ক. রাত ১১টায় খ. রাত ১০টায়
গ. রাত ৮টায় ঘ. সন্ধ্যা ৭টায়
সঠিক উত্তর : ক
২১. লেখকের মতে কায়রো কেমন শহর?
ক. আধুনিক শহর খ. পরিচ্ছন্ন শহর
গ. ছোট শহর ঘ. নিশাচর
সঠিক উত্তর : ঘ
২২. লেখকের বর্ণনায় কায়রোর রাস্তা কিসে ম-ম করছিল?
ক. ফুলের সৌরভে খ. আতরের গন্ধে
গ. নর্দমার নোংরায় ঘ. রান্নার খুশবাইয়ে
সঠিক উত্তর : ঘ
২৩. কায়রোর শহরতলির কোন জিনিসটিকে লেখকের নোংরা বলে মনে হলো?
ক. জাহাজ খ. রেস্তোরাঁ
গ. রান্না ঘ. রাস্তা
সঠিক উত্তর : খ
২৪. কায়রোতে পৌঁছার পর কোনটি মাঝে মাঝেই লেখকের নাকে ধাক্কা দেয়?
ক. আতরের সৌরভ খ. উটের গন্ধ
গ. রান্নার সুগন্ধ ঘ. নর্দমার গন্ধ
সঠিক উত্তর : গ
২৫. কায়রোতে লেখক তাঁর সাথিদের নিয়ে হুড়মুড় করে কোথায় প্রবেশ করলেন?
ক. পাতালরেলে খ. পাতালে
গ. নিকটবর্তী রেস্তোরাঁয় ঘ. গাড়িতে
সঠিক উত্তর : গ
২৬. লেখকের সঙ্গীদের আচরণের ক্ষেত্রে কোন অভিধাটি প্রযোজ্য?
ক. বিষণ্ন খ. ক্ষুধার্ত
গ. ক্লান্ত ঘ. চালাক
সঠিক উত্তর : খ
২৭. কায়রোর রেস্তোরাঁয় বাবুর্চির কাঁধে কী ছিল?
ক. গামছা খ. চাদর
গ. তোয়ালে ঘ. টিয়ে পাখি
সঠিক উত্তর : গ
২৮. কায়রোর রেস্তোরাঁয় বারকোশে কোনটি শোভা পাচ্ছিল?
ক. কারুকার্যময় তোয়ালে খ. ময়ূরের পালক
গ. চামড়ার টুপি খ. খাবারের নানা পদ
সঠিক উত্তর : ঘ
২৯. রেস্তোরাঁয় খেতে লেখকের প্রাণ কাঁদছিল কেন?
ক. ঝোল-ভাতের জন্য খ. বিশ্রামের জন্য
গ. স্বদেশে ফেরার জন্য ঘ. শাকসবজির জন্য
সঠিক উত্তর : ক
৩০. কায়রো শহরে লেখকের কোন প্রিয় জিনিসটি ছিল না?
ক. সোনামুগ ডাল খ. সিনেমা
গ. ক্যাবারে ঘ. ডান্স হল
সঠিক উত্তর : ক
৩১. জাত-বেজাতের লোকের সমাহার কায়রোর কোনটি প্রমাণ করে?
ক. অনুদারতা খ. পর্যটকপ্রিয়
গ. বহুজাতিকতা ঘ. জাতীয়তা
সঠিক উত্তর : খ
৩২. ‘নীলনদ আর পিরামিডের দেশ’ ভ্রমণ কাহিনির সুদানিদের বৈশিষ্ট্য হিসেবে কোনটি তুলে ধরা হয়েছে?
ক. সোনালি চুল খ. ঠোঁট টকটকে লাল
গ. ঠোঁট পুরু ঘ. প্রায় ছয় ফুট লম্বা
সঠিক উত্তর : ঘ
৩৩. লেখকের বর্ণনায় কায়রোতে বৃষ্টিপাত কেমন হয়?
ক. মাঝে মাঝে খ. সব সময়
গ. বছরে একবার ঘ. দৈবাৎ
সঠিক উত্তর : ঘ
৩৪. কায়রো শহরে বৃষ্টির পরিমাণ কত হতে পারে বলে লেখক উল্লেখ করেন?
ক. পাঁচ-ছয় ইঞ্চির মতো
খ. চার-পাঁচ ইঞ্চি
গ. তিন-চার ইঞ্চি
ঘ. দুই-এক ইঞ্চি
সঠিক উত্তর : ঘ
৩৫. কায়রোর বেশির ভাগ বায়স্কোপ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. নাট্যশালায় খ. অডিটরিয়ামে
গ. বদ্ধ ঘরে ঘ. খোলামেলা স্থানে
সঠিক উত্তর : ঘ
৩৬. লেখক সবকিছু ভালোমতো দেখতে পেলেন না কেন?
ক. মোটরগাড়ির গতির কারণে
খ. নিষেধাজ্ঞার কারণে
গ. কড়াকড়ির কারণে
ঘ. অর্থের অভাবে
সঠিক উত্তর : ক
৩৭. চাঁদের আলোয় কোনটির রমণীয় দৃশ্য লেখকের চোখের সামনে ভেসে উঠল?
ক. রেস্তোরাঁর খ. নিগ্রোর
গ. সুদানির ঘ. নীলনদের
সঠিক উত্তর : ঘ
৩৮. সামান্য বাতাসে লেখকের দেখা নৌকা কয়টি ডিগবাজি খেতে পারে বলে লেখক ধারণা করেছেন?
ক. সাড়ে তিনটি খ. তিনটি
গ. আড়াইটি ঘ. দুটি
সঠিক উত্তর : গ
৩৯. চোখের সামনে কয়টি পিরামিড দাঁড়িয়ে আছে বলে লেখক উল্লেখ করেছেন?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
সঠিক উত্তর : গ
৪০. পিরামিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. আধুনিক স্থাপনা খ. কল্পনার উৎস
গ. সভ্যতার বাহক ঘ. প্রাচীন কীর্তি স্তম্ভ
সঠিক উত্তর : ঘ
৪১. সবচেয়ে বড় পিরামিড তৈরিতে কত টুকরা পাথর ব্যবহার করা হয়েছে?
ক. ২৩ লাখ টুকরা খ. ২২ লাখ টুকরা
গ. ২১ লাখ টুকরা ঘ. ২০ লাখ টুকরা
সঠিক উত্তর : ক
৪২. পিরামিডের উচ্চতা কত?
ক. প্রায় ৬০০ ফুট খ. প্রায় ৫০০ ফুট
গ. প্রায় ৪০০ ফুট ঘ. প্রায় ৩০০ ফুট
সঠিক উত্তর : খ
৪৩. পিরামিডের চার-পাঁচ টুকরা পাথর কিসের সমান?
ক. ছোটখাটো নৌকা খ. ছোটখাটো ইঞ্জিন
গ. বড় লরির ঘ. ছোটখাটো বাড়ির
সঠিক উত্তর : খ
৪৪. মিসরের সবচেয়ে বড় পিরামিড বানাতে কত লোকের কত সময় লেগেছিল?
ক. ৪ লাখ লোকের ১৩ বছর
খ. ৩ লাখ লোকের ২০ বছর
গ. ২ লাখ লোকের ২১ বছর
ঘ. ১ লাখ লোকের ২০ বছর
সঠিক উত্তর : ঘ
৪৫. সম্রাটদের পিরামিড নির্মাণের উদ্দেশ্য কী ছিল?
ক. ইহলৌকিক জীবনের কল্যাণ
খ. ঐতিহ্য ধরে রাখার প্রয়াস
গ. নিজস্ব কীর্তি ভাষা প্রচার
ঘ. পরলোকে অনন্ত জীবন লাভ
সঠিক উত্তর : ঘ
৪৬. লেখকের ছবিতে মিসরের কোনটি সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল?
ক. পিরামিড খ. মসজিদের মিনার
গ. চক্রোদয় ঘ. অরুণোদয়
সঠিক উত্তর : খ
৪৭. পিরামিড নির্মাণকারী ফারাও সম্রাটরা কোন বংশের ছিলেন?
ক. ফারাও খ. হুন
গ. পাওন ঘ. সউদ
সঠিক উত্তর : ক
৪৮. ‘জাত-বেজাত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. পরিচয়হীন খ. নানা জাতি
গ. বংশহীন ঘ. জাতহীন
সঠিক উত্তর : খ
৪৯. কায়রো শহরে বৃষ্টির পরিমাণ কত হতে পারে বলে লেখক উল্লেখ করেন?
ক. পাঁচ-ছয় ইঞ্চির মতো খ. চার-পাঁচ ইঞ্চি
গ. তিন-চার ইঞ্চি ঘ. দুই-এক ইঞ্চি
সঠিক উত্তর : ঘ
৫০. কায়রোর বেশির ভাগ বায়স্কোপ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. নাট্যশালায় খ. অডিটরিয়ামে
গ. বদ্ধ ঘরে ঘ. খোলামেলা স্থানে
সঠিক উত্তর : ঘ