পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান ৪র্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?
উত্তর : বায়ুপ্রবাহের মাধ্যমে মানুষ ভেজা কাপড় শুকায়, টারবান বা বড় চরকা ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদন করে, হেয়ার ড্রায়ারের মাধ্যমে মেয়েরা চুল এবং কাপড় শুকায়, নদীতে পালতোলা নৌকা চালায়।

প্রশ্ন-২. মানুষের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী?
উত্তর : বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাবসমূহ হলো—
ক. বায়ুদূষণের ফলে ফুসফুসের ক্যানসার হয়।
খ. এর ফলে শ্বাসজনিত রোগ হয়।
গ. এর ফলে হৃদ্​রোগ হয়ে থাকে।

প্রশ্ন-৩. বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।
উত্তর : বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—
ক. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।
খ. যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা।
গ. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।

প্রশ্ন-৪. বায়ুদূষণ কাকে বলে?
উত্তর : বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।

প্রশ্ন-৫। বায়ুদূষণের কারণ কী?
উত্তর : মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুদূষণের একটি বড় কারণ। যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে। এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুকে দূষিত করছে।

প্রশ্ন-৬। খাদ্য সংরক্ষণে বায়ুর কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর : মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *