এসএসসি (SSC) ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ব্যবসায়ের উত্পত্তির মূল কারণ কোনটি?

ক. মুনাফা অর্জন খ. মানুষের অভাববোধ

গ. বাজার সৃষ্টি  ঘ. শিল্পবিপ্লব

সঠিক উত্তর : খ

২. পণ্য উত্পাদনের সার্থকতা কিসের ওপর নির্ভর করে?

ক. বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর

খ. গুদামজাতকরণের ওপর

গ. ক্রয়-বিক্রয়ের ওপর

ঘ. মোড়কীকরণের ওপর

সঠিক উত্তর : ক

৩. কোন বন্দরকে Porto Grando বলা হয়?

ক. চট্টগ্রাম খ. খুলনা

গ. কলকাতা ঘ. সপ্তগ্রাম

সঠিক উত্তর : ক

৪. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?

ক. প্রাচীন খ. মধ্য

গ. আধুনিক ঘ. মোগল

সঠিক উত্তর : খ

৫. কোন শতাব্দীতে পর্তুগিজরা এ দেশে বাণিজ্য শুরু করেন?

ক. পঞ্চদশ শতাব্দীতে

খ. ষোড়শ শতাব্দীতে

গ. অষ্টাদশ শতাব্দীতে

ঘ. দ্বাদশ শতাব্দীতে

সঠিক উত্তর : খ

৬. কোনটি আইনগত পরিবেশের উপাদান?

ক. জাতি

খ. মূলধন

গ. প্রযুক্তি আমদানির সুযোগ–সুবিধা

ঘ. ভোক্তা আইন

সঠিক উত্তর : ঘ

৭. বাণিজ্যের ক্ষেত্রে বাধা কয়টি?

ক. ৩টি  খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর : ঘ

৮. কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত নয়?

ক. আমদানি-রপ্তানি ব্যবসায়

খ. ডাক্তারি

গ. প্রকৌশলী ফার্ম

ঘ. অডিট ফার্ম

সঠিক উত্তর : ক

৯. খনি থেকে সম্পদ উত্তোলন কোন ধরনের শিল্পের অন্তর্গত?

ক. নির্মাণশিল্প

খ. উত্পাদনশিল্প

গ. প্রজননশিল্প

ঘ. নিষ্কাশনশিল্প

সঠিক উত্তর : ঘ

১০. কাগজি মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে?

ক. প্রাচীন যুগে

খ. মধ্যযুগে

গ. আধুনিক যুগে

ঘ. অত্যাধুনিক যুগে

সঠিক উত্তর : খ

১১. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সৃষ্টি হয়?

ক. কর্মসংস্থান খ. যোগাযোগ

গ. বেকারত্ব ঘ. চাকরি

সঠিক উত্তর : ক

১২. লেনদেনে ডেবিট কার্ডের প্রচলন ঘটে কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে

গ. আধুনিক যুগে ঘ. বিনিময় যুগে

সঠিক উত্তর : গ

১৩. গুদামজাতকরণ ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত?

ক. শিল্প খ. বাণিজ্য

গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন

সঠিক উত্তর : খ

১৪. পারলার ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত?

ক. শিল্প খ. বাণিজ্য

গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন

সঠিক উত্তর : গ

১৫. অডিট ফার্ম কোন ধরনের ব্যবসায়ের অন্তর্গত?

ক. শিল্প খ. বাণিজ্য

গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন

সঠিক উত্তর : গ

১৬. মানবসম্পদ কোন পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

সঠিক উত্তর : গ

১৭. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

সঠিক উত্তর : গ

১৮. উত্পাদনের বাহন কোনটি?

ক. বাণিজ্য খ. শিল্প

গ. পণ্য  ঘ. কারখানা

সঠিক উত্তর : খ

১৯. ব্যবসায়ের তথ্যগত বাধা দূর করে কোনটি?

ক. বিমা খ. পরিবহন

গ. বিজ্ঞাপন ঘ. ব্যাংকিং

সঠিক উত্তর : গ

২০. কোন স্থানকে পতুর্গিজরা  Porto piqueno বা ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?

ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম

গ. চট্টগ্রাম ঘ. পায়রা

সঠিক উত্তর : খ

২১. ব্যবসায়ে কোনটি বিদ্যমান?

ক. নিশ্চিত সফলতা

খ. ব্যর্থতা

গ. ঝুঁকি

ঘ. মুনাফা

সঠিক উত্তর : গ

২২. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে

গ. প্রাক্–মধ্যযুগে ঘ. আধুনিক যুগে

সঠিক উত্তর : খ

২৩. ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে?

ক. ক্ষতি খ. মুনাফা

গ. ঝুঁকি ঘ. অর্থ

সঠিক উত্তর : গ

২৪. প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায় —

i. লন্ড্রি

ii. সেলুন

iii. বিউটি পারলার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৫. ব্যবসায়ের সময়গত বাধা দূর করে কোনটি?

ক. গুদামজাতকরণ

খ. বিমা

গ. ব্যাংকিং

ঘ. পরিবহন

সঠিক উত্তর : ক

২৬. কর মওকুফ কোন ধরনের সুবিধা?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. বেসরকারি ঘ. সরকারি

সঠিক উত্তর : খ

২৭. ভোক্তার নিকট পণ্য বা সেবা প্রেরণের সব বাধা দূর করে কোনটি?

ক. ব্যবসা খ. বাণিজ্য

গ. শিল্প  ঘ. উত্পাদন

সঠিক উত্তর : ক

২৮. মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী কী করেন?

ক. ব্যয় খ. ভোগ

গ. চাকরি ঘ. বিনিয়োগ

সঠিক উত্তর : ঘ

২৯. একসময় কোন কোন ক্ষেত্রে আমাদের দেশ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে?

i. জামদানি শাড়ি

ii. মসলিন শাড়ি

iii. জাহাজ নির্মাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৩০. বায়ু দূষিত হয় কিসের মাধ্যমে?

ক. শিল্পবর্জ্য পদার্থের কারণে

খ. অধিক বৃষ্টিপাতের কারণে

গ. যানবাহনের ধোঁয়ার ফলে

ঘ . গাছ কাটার কারণে

সঠিক উত্তর : গ

৩১. নিচের কোনটির দ্বারা মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হয়?

ক. পরিবেশ খ. ব্যবসায়

গ. রাজনীতি ঘ. সম্পদ

সঠিক উত্তর : ক

৩২. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. অর্থনৈতিক খ. পারিবারিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

সঠিক উত্তর : গ

৩৩. শিক্ষা ও সংস্কৃতি কোন ব্যবসায় পরিবেশের অন্তর্গত?

ক. প্রাকৃতিক খ. আইনগত

গ. প্রযুক্তিগত ঘ. সামাজিক

সঠিক উত্তর : ঘ

৩৪. নার্সারি কোন শিল্পের অন্তর্গত?

ক. নির্মাণ খ. প্রজনন

গ. উত্পাদন ঘ. নিষ্কাশন

সঠিক উত্তর : খ

৩৫. ব্যবসায় উন্নয়ন ঘটায় —

i. গবেষণায়

ii. সৃজনশীল কাজের

iii. শিল্পের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৩৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?

ক. আর্থিক মূল্য

খ. উপযোগ

গ. কার্যকারিতা

ঘ. ভোগযোগ্যতা

সঠিক উত্তর : ক

৩৭. ঝুঁকি ব্যবসায়ের কী?

ক. উদ্দেশ্য খ. বৈশিষ্ট্য

গ. সুবিধা ঘ. অসুবিধা

সঠিক উত্তর : খ

নিচের তথ্য পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও

বাংলাদেশের উন্নতির সমস্যা হলো জনগণের শিক্ষা ও সচেতনতার অভাব। মুরাদ ভাবে, এ দেশের অধিক

জনসংখ্যাকে যদি শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করে গড়ে তোলা যায়, তবে দেশের মঙ্গল ও উন্নতি হবে।

৩৮. মুরাদ কোন ধরনের পরিবেশ নিয়ে ভাবছে?

ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক

গ. আইনগত ঘ. সামাজিক

সঠিক উত্তর : ঘ

৩৯. উক্ত পরিবেশের উন্নয়নে করণীয় হতে পারে —

i. উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ

ii. কর্মমুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন

iii. সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪০. পানি থেকে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প?

ক. নির্মাণ খ. সেবা

গ. উত্পাদন ঘ. নিষ্কাশন

সঠিক উত্তর : খ

৪১. উত্পাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?

ক. স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ

খ. প্রযুক্তিগত উন্নয়ন

গ. অনুকূল শিল্পনীতি

ঘ. কাঁচামালের সহজলভ্যতা

সঠিক উত্তর : ঘ

৪২. সামাজিক পরিবেশের উপাদান হলো —

i. ভোক্তার মনোভাব

ii. ব্যাংকিং

iii. ঐতিহ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৪৩. প্রাচীন যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

ক. বৃহদায়তন উৎপাদন

খ. ব্যাংকব্যবস্থার সম্প্রসারণ

গ. শহর ও বাজার সৃষ্টি

ঘ. মৎস্য ও পশু শিকার

সঠিক উত্তর : ঘ

৪৪. আধুনিক যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

ক. স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ব্যবহার

খ. কাগুজে মুদ্রার প্রচলন

গ. শিল্পকারখানার বিকাশ

ঘ. ব্যবসায় সংগঠনের উদ্ভব

সঠিক উত্তর : গ

৪৫. Business to Business বলা হয় কাকে?

ক. উৎপাদনকে খ. বাণিজ্যকে

গ. শিল্পকে ঘ. প্রত্যক্ষ সেবাকে

সঠিক উত্তর : খ

৪৬. ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই কী থাকা উচিত?

ক. চাকচিক্য খ. ব্যস্ততা

গ. সেবার মনোভাব  ঘ. অতিমুনাফা

সঠিক উত্তর : গ

৪৭. কোন স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?

ক. দক্ষ কর্মী খ. দক্ষ উদ্যোক্তা

গ. ব্যাপক মূলধন ঘ. ব্যবসায়িক পরিবেশ

সঠিক উত্তর : ঘ

৪৮. মসলিন কাপড়ের জন্য কোন এলাকার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?

ক. চট্টগ্রাম খ. সোনারগাঁ

গ. ডেমরা ঘ. ঢাকা

সঠিক উত্তর : খ

৪৯. জাহাজ নির্মাণশিল্পের জন্য প্রসিদ্ধ লাভ করেছিল—

ক. ঢাকা খ. নারায়ণগঞ্জ

গ. চট্টগ্রাম ঘ. খুলনা

সঠিক উত্তর : গ

৫০. পতুর্গিজরা এ দেশে বাণিজ্য শুরু করেন —

ক. অষ্টাদশ শতাব্দীতে

খ. সপ্তদশ শতাব্দীতে

গ. ষোড়শ শতাব্দীতে

ঘ. পঞ্চদশ শতাব্দীতে

সঠিক উত্তর : গ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *