রেলসেতুতে বসে প্রেমিক-প্রেমিকার গল্প, ট্রেন দেখে নিচে ঝাঁপ দিয়ে ভাঙলো হাত ও কোমরের হাড়

এবার রাজবাড়ীর পাংশার রেল ব্রিজে খোশ গল্পে মেতে উঠেছিলেন তরুণ-তরুণী। এমন সময়ে বেজে ওঠে ট্রেনের সাইরেন। ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে রেল ব্রিজের নিচে ঝাঁপিয়ে পড়েন তারা। এতে দুই জনই আহত হয়েছেন।

গতকাল রবিবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার আগে রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, তরুণের বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে আর তরুণীর বাড়ি কালুখালী উপজেলায়। এ ঘটনায় তরুণের ডান হাত ও তরুণীর কোমরের হাড় ভেঙে গেছে। বর্তমানে তারা দুই জনই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ বলেন, ‘আহত ওই তরুণ-তরুণীকে রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *