নবম অধ্যায় : অ্যাথলেটিকস ও সাঁতার, নবম-দশম শ্রেণি

টেক অব বোর্ডের দৈর্ঘ্য কত মিটার?

উত্তরঃ ১.২১-১.২২ মিটার।

পোলভোল্ট ল্যান্ডিং এরিয়ার দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৫ মিটার।

সুইমিং পুলের পরিমাণ কত?

উত্তরঃ সুইমিং পুলের দৈর্ঘ্য ৫০ মিটার ও প্রস্থ ২১ মিটার।

উচ্চলাফের প্রথম পর্যায় কোনটি?

উত্তরঃ অ্যাপ্রোচ রান।

উচ্চলাফের শুরুতে প্রতিযোগিদের কী জানাতে হয়?

উত্তরঃ লাফের উচ্চতা।

রিলে দৌড় কোন ধরনের ইভেন্ট?

উত্তরঃ রিলে দৌড় অ্যাথলেটিক্সের ট্রাক ইভেন্ট।

টর্সো কী?

উত্তরঃ নাভী থেকে গলকণ্ঠ পর্যন্ত শরীরের অংশই টর্সো।

সন্ধিচ্যুতি কাকে বলে?

উত্তরঃ সন্ধির স্থান থেকে যদি হাড়ের বিচ্যুতি ঘটে তাকে সন্ধিচ্যুতি বলে।

বাটারফ্লাই সাঁতার কাকে বলে?

উত্তরঃ পানির ভিতর থেকে দুই হাত উঠিয়ে যখন সামনে ফেলা হয় তখন খানিকটা প্রজাপতির পাখার মতো দেখায় বলে এ সাঁতারকে প্রজাপতির সাঁতার বা বাটারফ্লাই সাঁতার বলে।

রোটেশন কি? ব্যাখ্যা কর।

উত্তরঃ ভলিবল খেলায় ৬ জন খেলোয়াড় ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে ঘোরাই হলো রোটেশন। বিপক্ষ দলের সার্ভিস নষ্ট হওয়ার পর যখন অপর দল সার্ভিস করবে তখন এই রোটশনে সম্পন্ন করতে হবে রোটেশন ভুল হলে রেফারি প্রয়োজনীয় শাস্তির বিধান করবেন।

মাটিতে ভর দিয়ে উপরে উঠাকে কী বলে? ব্যাখ্যা করো।

উত্তরঃ মাটিতে ভর দিয়ে উপরে উঠাকে টেক অফ বলে। দীর্ঘ লাফে মাটি ছেড়ে উপরে উঠার জন্য কাঠের তৈরি একটি টেক অফ বোর্ড থাকে। এই বোর্ডটি ৪ ফুট লম্বা, ৮ ইঞ্চি চওড়া ও ৪ ইঞ্চি গভীর হয়। উপরিভাগে সাদা রং দিতে হয়। এর ওপর পা দিয়ে শূন্যে ওঠাকে টেক অফ বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *