ত্রয়োদশ অধ্যায় : নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি?

উত্তরঃ সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হলো পরিবার।

শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে মূল উপাদান জোগায় কোনটি?

উত্তরঃ বংশগতি শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে মূল উপাদান জোগায়।

কোন কোন সমাজ মিলে বাংলাদেশের বৃহত্তর সমাজ কাঠামো গড়ে উঠেছে?

উত্তরঃ গ্রাম ও শহর সমাজ মিলে বাংলাদেশের বৃহত্তর সমাজ কাঠামো গড়ে উঠেছে।

গ্রাম ও শহর উভয় সমাজে শিশু কোথায় লালিত-পালিত হয়?

উত্তরঃ গ্রাম ও শহর উভয় সমাজেই শিশু লালিত-পালিত হয় পরিবারে।

সামাজিকীকরণ কী?

উত্তরঃ নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।

একক পরিবার বলতে কী বোঝায়?

উত্তরঃ স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি-নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। একে অণু পরিবারও বলা হয়। আমাদের দেশের শহরাঞ্চলে অধিকাংশ পরিবারই একক পরিবার। তবে বিশ্বের সভ্য দেশগুলোতে এ ধরনের পরিবার প্রথা সর্বত্রই প্রচলিত। বাংলাদেশের গ্রামাঞ্চলে এই ধরনের পরিবার শহরাঞ্চলের তুলনায় অনেক কম। তবে বর্তমানে গ্রামাঞ্চলেও এ ধরনের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষণীয়।

সামাজিক পরিবেশ বলতে কী বোঝ?

উত্তরঃ যে বিশেষ সমাজব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের মধ্যেই মানুষ বিকশিত হয়। সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে সমাজের প্রচলিত রীতি-নীতি, প্রথা-প্রতিষ্ঠান, বিধি-ব্যবস্থা, সকল প্রকার প্রবণতা ও সমস্যা প্রভৃতি।

বংশ মর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রে পরিবার দুই ধরনের ব্যাখ্যা করো।

উত্তরঃ বংশ মর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার দুই ধরনের, যেমন- পিতৃসূত্ৰীয় ও মাতৃসূত্রীয়। পিতৃসূত্রীয় পরিবারের সন্তানসন্ততি পিতার বংশমর্যাদার অধিকারী ও সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। আমাদের সমাজে এই ধরনের পরিবার ব্যবস্থা বিদ্যমান। মাতৃসূত্রীয় পরিবারের সন্তানেরা মায়ের দিক থেকে বংশ, মর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার অর্জন করে। খাসিয়া ও গারো উপজাতির মধ্যে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা এখনো প্রচলিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *