পড়াশোনা

কিছু কনফিউজিং প্রশ্নের সঠিক উত্তর । বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর দেয়া আছে

2 min read

‍১। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধা কত জন?
৬৮/৬৯?
→ Correct Answer: ৬৮ । যদি বলে মোট বীরউত্তম ৬৯ ( কর্নেল জামিলকে বঙ্গবন্ধুকে বাঁচাতে আসতে শহিদ হওয়ার কারণে দেয় ।

২। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়- 7May / ৯ মে, ১৯৫৪?
– ৯ মে, ১৯৫৪?

৩। পাকিস্তান সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়- 4/১৬ ফেব্রুয়ারি , ১৯৫৬।
-১৬ ফেব্রুয়ারি , ১৯৫৬।

৪। সাংবিধানিক_সংস্থা_ও_পদ নিয়ে কনফিউশন দূর করুন,
তথ্যসূত্রঃ মিস্টার এক্স, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা।

#সাংবিধানিক_সংস্থাঃ যে সকল প্রতিষ্ঠান সংবিধানের সুনির্দিস্ট বিধি মতে (সংবিধানের চতুর্থ ভাগ থেকে নবম ভাগ পর্যন্ত দেয়া আছে) গঠিত হয়, সেগুলোই সাংবিধানিক সংস্থা।

-সাংবিধানিক সংস্থা ৬ টি
১) আইনসভা
২) নির্বাহী বিভাগ
৩) বিচার বিভাগ
৪) নির্বাচন কমিশন
৫) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়
৬) সরকারি কর্ম কমিশন

#সাংবিধানিক_পদঃ যারা সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী শপথ নিয়ে দায়িত্ব পালন করে, সেগুলোই সাংবিধানিক পদ।

-সাংবিধানিক পদের সংখ্যা ৯ টি
১) রাষ্ট্রপতি
২) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩) স্পীকার
৪) ডেপুটি স্পীকার (৩য় তফসিল অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকার আলাদা দেয়া আছে)
৫) সংসদ সদস্য
৬) প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৭) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার
৮) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯) কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য গণ

#সংবিধিবদ্ধ_পদঃ যে সকল পদ সংবিধানের বিধান মোতাবেক সৃষ্টি হয় কিন্তু নির্বাচিত ব্যক্তি শপথ গ্রহণ করে না, তাকে সংবিধিবদ্ধ পদ বলে।
যেমনঃ আটর্নি জেনারেল (৬৪), ন্যায়পাল (৭৭)।

৫। ঢাকা ‘র রাজধানী হওয়া বিষয়ক কনফিউশন প্রশ্নের
ব্যাখ্যা

ঢাকা মোট কতবার বাংলার রাজধানী হয়?
উত্তর : চার বার।
যদি প্রশ্ন করা হয়, ঢাকা মোট কতবার রাজধানী হয়?
উত্তর : পাঁচ বার।
আবার যদি প্রশ্ন হয়, ঢাকা মোট কতবার বাংলাদেশের
রাজধানী হয়?
উত্তর : এক বার।
ব্যাখ্যা : ঢাকা মোট পাঁচবার রাজধানী হয়।

১৬১০ সালের ১৬ জুলাই সুবেদার ইসলাম খান বারো
ভূইয়াদের নেতা মূসা খানকে পরাজিত করে বাংলা দখল
করেন এবং ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর। এই
সময় পূর্ব বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায়
স্থানান্তরিত করা হয়।
১৬৩৯ সালে শাহ সুজা বাংলার সুবেদার হলে বাংলার
রাজধানী ঢাকা থেকে রাজমহলে নিয়ে যায়।

১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার হলে
ঢাকাকে পুনরায় রাজধানী করেন।

১৯০৫ সালে বাংলা ও বিহার নিয়ে
প্রদেশ করা হলে তার রাজধানী হয় ঢাকা কিন্তু ১৯১১
সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানীর মর্যাদা
হারায়।

১৯৪৭ সালে দেশ ভাগ হলে পাকিস্তানের
রাজধানী হয় করাচি আর পূর্ব বাংলার রাজধানী হয় ঢাকা।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর
ঢাকাকে রাজধানী করা হয়।

৬। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত/ভূটান?

→ Correct Answer: বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী–ভুটান। ভারত(প্রচলিত উত্তর)।

৭। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?

→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত উত্তর গামা রশ্মি।

৮। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে? মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?

→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।

৯। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?

→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট

১০। কম্পিউটারের গতি মাপা হয়- সেকেন্ড/ ন্যানোসেকেন্ড?

→ Correct Answer: ন্যানোসেকেন্ড

১১। স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল, ১৯৭১

→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১

১২। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়? গাজীপুর না ম্যানিলা?

→ Correct Answer: ম্যানিলা । আর বাংলাদেশের হলে গাজীপুর

১৩। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? ৪/৫?

→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)

১৪। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩ না ৪?

→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)
১৫। চিনি কল….১৭/১৫?.

→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক সমীক্ষা- ২০১৬)

১৬। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না দ্বিমেরু কেন্দ্রিক?

→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক

১৭। বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লিহা/ যকৃত?

বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়? প্লিহা/ যকৃত?

→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর সঞ্চিত থাকে: প্লীহায়

১৮। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের উপজাতি বসবাস করে ? ১১/১২ ?

→ Correct Answer: ১২টি

১৯। বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ৪৫/৪৮ ?

→ Correct Answer: ৪৫ টি।

২০। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর ছবি আছে? কানাডা / বেলজিয়াম?

→ Correct Answer: কানাডা ।

২১। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?

→ Correct Answer:৫২

২২। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?

→ Correct Answer: ২৮ (যুক্তরাজ্য বেরিয়ে যেতে ২বছর লেগে যেতে )

২৩। ‘করোনার স্টোন অব পিস’ কোথায় অবস্থিত? হাইতিতে /জাপানে?

→ Correct Answer: জাপানে (হাইতিতে করোনার স্টোন চার্চ আছে আর জাপানে করোনার স্টোন পিস।)

২৪। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?? ১৯৮৪/১৯৮৫?

→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে ২০০৩

২৩। হোম পেইজ মানে কি? তথ্য পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?

→ Correct Answer:তথ্য পরিবেশনা
২৪। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে– কর্কটক্রান্তি/ বিষুব রেখা?

→ Correct Answer: বিষুব রেখা

২৫। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?

→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।

২৬। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে- দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?

→ Correct Answer: সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।

২৭। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–বিক্ষেপন/প্রতিসরণ?

→ Correct Answer:বিক্ষেপন

২৮। বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কৃষি/শিল্প/সেবা?

→ Correct Answer:সেবা

২৯। আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?
— সিলভার বা রুপা না পারদ বা মারকারি ?
উত্তর > আগে পারদ বা মারকারি ব্যবহৃত হত এখন সিলভার বা রুপা ।
৩০। ছোট কাটরা মসজিদ কে নির্মাণ করেন? মীর মুরাদ না শায়েস্তা খান ?
= শায়েস্তা খান ।

৩১। জোয়ারের পানিতে সুন্দরবন দিনে কতবার প্লাবিত হয়?- ১/২/৩?
= ২বার
৩২। ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি ? ৬০ না ৮১টি ?
= ৮১টি। ৭৭ টি গম্বুজ + ৪মিনারের ৪টি।
৩৩। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
= পাট । দ্বিতীয় > আলু ( সম্প্রতি ঘোষিত ।
৩৪। বাংলাদেশে বসবাসকারী মাতৃতান্ত্রিক উপজাতি কয়টি? ২টি/ ৩টি?
= ২টি । গারো ও খাসিয়া
৩৫। পদাবলীর আদি কবি কে?
ক) চন্ডীদাস (ওরাকল গাইড, পৃঃ ১৬) – ভাষার উল্লেখ না থাকলে এটাই সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে।
খ) বিদ্যাপতি (ওরাকল গাইড,
৩৬. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? শ্রীকান্ত/ইন্দ্রনাথ?
= ইন্দ্রনাথ
৩৭. বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোনটি?
ক) কেরু এন্ড কোম্পানী (ভুল)
খ) জয়পুরহাট চিনিকল (সঠিক, সূত্র bsfic ওয়েববসাইট)
৩৮। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি?
ক) ১৬ তম (অস্থায়ী/ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাদ দিলে ১৬ তম হবে, Wikipedia)
খ) ২০ তম (সঠিক উত্তর)
৩৯। বাংলাদেশের একমাত্র কৃত্তিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার চকোরিয়ায় (সঠিক, ) তবে সম্প্রতি ভোলাতেও কৃত্রিম ম্যানগ্রোভ বন রয়েছে।
খ) নোয়াখালী (ভুল, প্রফেসর’স বিসিএস প্রিলি বাংলাদেশ, )
৪০। চর্যাপদ কে অনুবাদ করেন ?
= চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। 1938 সালে ড. প্রবোধচন্দ্র বাগচী এ অনুবাদ আবিষ্কার করেন।
৪১। বাংলা একাডেমির ত্রৈমাসিক পত্রিকা কোনটি ?
= বাংলা একাডেমী পত্রিকা (ত্রৈমাসিক) । উত্তরাধিকার (মাসিক)।
৪২। মঙ্গলকাব্যের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? মনসা / চণ্ডীমঙ্গল ?
= চণ্ডীমঙ্গল

৪৩। বাউল গান কিসের সাথে সম্পর্কিত ?মরমী না আধ্যাত্মবাদ ?
= আধ্যাত্মবাদ
৪৪. আসল হীরা চেনার উপায় কি?
ক) এর ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে না (ভুলঃ ওরাকল গাইড, )।
খ) এর ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে (সঠিক. )

৪৫. সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্রের নাম কি?
ক) সেক্সট্যান্ট (ভুলঃ ওরাকল গাইড, )।
খ) ক্রনোমিটার (সঠিকঃ অষ্টম স্রেণী – সাধারণ বিজ্ঞান,)

৪৬. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
ক) আলট্রা ভায়োলেট রশ্মি (সঠিক, মাধ্যমিক জীববিজ্ঞান, নবম-দশম শ্রেনী, )
খ) গামা রশ্মি (আল্ট্রাভায়োলেট রশ্মির চেয়ে গামা রশ্মি শক্তিশালী হলেও দৈনন্দিন জীবনে গামা রশ্মির উপস্থিতি কম)

৪৭. কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান, ঘরবাড়ি ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না?
(ক) নাপাম বোমা (ভুলঃ BCS পিডিয়া,
(খ) হাইড্রোজেন বোমা
(গ) নিউট্রন বোমা (সঠিকঃ Microsoft Encarta Dictionary)
(ঘ) আণবিক বোমা

৪৮,.একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা –
ক) হ্রাস পাবে
খ) অপরিবর্তিত থাকবে (ভুলঃ
গ) গ্রীষ্মকাল হলে হ্রাস পাবে
ঘ) বৃদ্ধি পায় (সঠিক)

৪৯.কোন খাদ্যে প্রোটিন বেশী?
ক) গরুর গোস্ত ( ভুল ওরাকল প্রিলিমিনারি বিজ্ঞান ও প্রযুক্তি)
খ) মসুর ডাল ( সঠিক উত্তর )

৫০.কোন জাতীয় খাদ্য দেহে সর্বাধিক শক্তি যোগায়?
ক) স্নেহ/চর্বি (সঠিক;, )
খ) শর্করা (ভুল;
৫১. কোন এনজাইমটি প্রোটিন পরিপাকের জন্য প্রয়োজনীয়?
ক) লাইপেজ (ভুল; )
খ) পেপটাইডেজ (সঠিক)

৫২.কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে কম?
ক) বায়বীয় পদার্থে (??, ওরাকল বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞান ও প্রযুক্তি, )
খ) শূণ্যতায় (??, ব্যাখ্যাঃ শূণ্য মাধমে শব্দ চলাচল করেতে পারেনা অর্থাৎ গতিবেগ শূণ্য। সাধারণভাবে শব্দের বেগ কঠিন মাধমে সবচেয়ে বেশি, তরল মাধমে তার চেয়ে কম, বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম; অষ্টম শ্রেণী-সাধারণ বিজ্ঞান,

৫৩. বাংলা সাহিত্য র ১ম মুদ্রিত গ্রন্থ কথোপকথন / রাজা প্রতাপাদিত্য চরিত্র?
=কথোপকথন
৫৪. বাংলাদেশে সরকার ঘোষিত প্রাকৃতিক দূর্যোগ বর্তমানে কয়টি? ১৩/১৪।
= ১৩

৫৫.সুন্দরবনের মোট আয়তনের কতভাগ স্থলভূমি?৩০%/ ৭০%/ ৫১%
= ৭০%

৫৬. যে দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে- সৌদি আরব নাকি যুক্তরাষ্ট্র থেকে
সঠিক উত্তর- যুক্তরাষ্ট্র থেকে
ব্যাখ্যা- রেমিটেন্স বা প্রবাসী আয় বেশি আসে- সৌদি আরব থেকে আর ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা আয় বেশি হয়- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
৫৭. দেশের বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র- ২৭ টি নাকি ২৮ টি
সঠিক উত্তর- ২৭ টি ( অর্থনৈতিক সমীক্ষা -২০১৮)
ব্যাখ্যা- দেশের ২৭ তম গ্যাসক্ষেত্র -মোবারকপুর, পাবনা ( আবিষ্কার ফেব্রুয়ারী ২০১৭) এবং দেশের সর্বশেষ আবিস্কৃত ২৮ তম গ্যাসক্ষেত্র- শাহবাজপুর, ভোলা ( ২৩ অক্টোবর ২০১৭ মন্ত্রিপরিষদ সচিব আনুষ্ঠানিক ঘোষণা দেন)। তবে – অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে দেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র-২৬ টি। প্রশ্নে অর্থনৈতিক সমীক্ষা উল্লেখ থাকলে উত্তর হবে- ২৬ টি না থাকলে উত্তর হবে- ২৮ টি
৫৮.মুক্তিযুদ্ধের সময় দেশে ১১টি সেক্টরে ভাগ করা হয়- ৪ এপ্রিল ১৯৭১ নাকি ৫ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর- ৪ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা- ১৯৭১ সালের ৪ এপ্রিল সকাল ১০ টায় সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোয় কর্নেল ওসমানী সভাপতিত্বে বাঙ্গালি সেনা অফিসারদের মিটিংয়ে মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর ভাগ করা হয় এবং কমান্ডারদের দায়িত্ব বন্টন করা হয়।

৫৯.বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের আবাসিক ছাত্র ছিলেন?- সলিমুল্লাহ মুসলিম হল নাকি ফজলুল হক মুসলিম হল
সঠিক উত্তর- সলিমুল্লাহ মুসলিম হল
ব্যাখ্যা- বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নকালে বহিষ্কার আগ পর্যন্ত (১৯৪৮-৪৯) সলিমুল্লাহ মুসলিম (এস এম হল) হলের আবাসিক ছাত্র ছিলেন। তবে, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
৬০.পাট রপ্তানিতে শীর্ষ দেশ- বাংলাদেশ নাকি ভারত
সঠিক উত্তর- বাংলাদেশ
ব্যাখ্যা- পাট রপ্তানিতে শীর্ষ দেশ-বাংলাদেশ এবং উৎপাদনে শীর্ষ দেশ- ভারত। কিন্তু মনে রাখতে হবে যে পাট উৎপাদনে বাংলাদেশ- দ্বিতীয়
৬১. স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ভারত নাকি ভুটান
সঠিক উত্তর- ভুটান
ব্যাখ্যা- বহুল বিতর্কিত প্রশ্ন। এক্ষেত্রে বিভিন্ন বই, তথ্য, ডকুমেন্টস, ব্লগার রেফার না করে বাংলাদেশ রাষ্ট্রের বক্তব্য অনুসরণ করুন।
৬২.পৃথিবীর বৃহত্তম সাগর- কাস্পিয়ান সাগর নাকি দক্ষিণ চীন সাগর
সঠিক উত্তর- দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা- প্রচলিত ব্যবহারে আমরা কাস্পিয়ানকে সাগর বলে থাকি। এটি কোন সাগর নয়। কাস্পিয়ান পৃথিবীর বৃহত্তম হ্রদ। পৃথিবীর বৃহত্তম সাগর বললে উত্তর হবে দক্ষিণ চীন সাগর, যার আয়তন ৩,৫০০,০০০ বর্গ কিলোমিটার
৬৩. বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের প্রথম স্বীকৃতি দানকারী দেশ- ইরাক নাকি ইসরাইল
সঠিক উত্তর- ইসরাইল
ব্যাখ্যা- প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ইসরাইল (৪ ফেব্রুয়ারি ১৯৭২) এবং প্রথম আরবদেশ হিসাবে স্বীকৃতি দেয়- ইরাক (৮ জুলাই ১৯৭২)
বি:দ্র- প্রশ্নে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বললে অবশ্যই ইসরাইল হবে, যদিও ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের স্বীকৃতি বাংলাদেশ গ্রহণ করেনি। গ্রহণ না করলেও মধ্যপ্রচ্যের দেশগুলোর মধ্যে যেহেতু ইসরাইলই প্রথম স্বীকৃতি দিয়েছে সেহেতু ইসরাইল উত্তর হবে। আর আরব দেশ বললে উত্তর হবে- ইরাক
৬৪.বৃহত্তম অর্থনীতির দেশ- চীন নাকি যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর- যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা- জিডিপি (Gross Domestic Product) এর হিসাবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র (জিডিপি- ১৯,৪১৭.১৪৪ বি: ডলার) এবং পিপিতে (Purchasing power parity) হিসাবে শীর্ষ অর্থনীতির দেশ চীন (পিপিপি-১৭,৬১৭.৩২১ বি: ডলার) । যেহেতু জিডিপির সর্বোচ্চ পরিমাণেই বৃহত্তম অর্থনীতি ধরা হয়ে থাকে সেহেতু উত্তর হবে যুক্তরাষ্ট্র।
৬৫. জাতিসংঘ ২০১৭ সালকে ঘোষণা করে- টেকসই উন্নয়ন বর্ষ নাকি পর্যটন বর্ষ
সঠিক উত্তর- দুটিই সঠিক।

ব্যাখ্যা- জাতিসংঘ ২০১৭ সালকে International Year of Sustainable Development and Tourism year ঘোষণা করেছে। এক্ষেত্রে আমরা দুটি উত্তরকেই সঠিক ধরে নিতে পারি।
৬৬. চাল রপ্তানিতে শীর্ষ দেশ- থাইল্যান্ড নাকি ভারত
সঠিক উত্তর- ভারত

৬৭.বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়- আকবর নাকি হুমায়ূন
সঠিক উত্তর- হুমায়ূন।
ব্যাখ্যা- বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় মুঘল সম্রাট হুমায়ূন আর সমগ্র বাংলা দখল করতে ও বারো ভূইয়াদের দমন করতে ব্যর্থ হয় আকবর। বাংলায় মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত করে ও রাজধানী হিসাবে ঢাকা প্রথম প্রতিষ্ঠিত করে সম্রাট জাহাঙ্গীর
৬৮. বর্তমানে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল- পাট নাকি আলু
সঠিক উত্তর- আলু
ব্যাখ্যা- ২০১৫ সালে আলু উৎপাদন চাহিদার চেয়ে ১ লাখ মেট্রিক টন বেশি উৎপাদিত হয়। তাই, ঐ বছর আলুকে প্রধান অর্থকারী ফসল ঘোষণা করা হয়।
৬৯. শেখ হাসিনা কত তম প্রধানমন্ত্রী?- ১৩ তম নাকি ১৪ তম
সঠিক উত্তর- ১৩ তম
ব্যাখ্যা- পরপর দুইবার নির্বাচিত হলে তম পরিবর্তন হয় না। যেমন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরপর দুইবার নির্বাচিত হওয়ার পরেও ৪৪ তম প্রেসিডেন্ট।

৭০. দেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী- মারমা নাকি সাঁওতাল
সঠিক উত্তর- মারমা
ব্যাখ্যা- লোকসংখ্যা, উপজাতি, ধর্মীয় গোষ্ঠী সংখ্যা গণনায় সর্বশেষ আদমশুমারী অনুসরণ করতে হবে। সর্বশেষ ২০১১ সালের আদমশুমারী অনুসারে সংখ্যায় বৃহত্তম উপজাতি গোষ্ঠী চাকমা এবং সংখ্যায় দ্বিতীয় উপজাতি গোষ্ঠী মারমা। চাকমা, মারমা উভয়ই বসবাস বৃহত্তম পার্বত্য জেলায়। তাই বলা হয় সমতলের (দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী) বৃহত্তম উপজাতি সাঁওতাল।
৭১. যে দেশের ঔষধের চাহিদা পূরণে বাংলাদেশ শীর্ষে?- যুক্তরাষ্ট্র নাকি ব্রাজিল
সঠিক উত্তর- যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা- যুক্তরাষ্ট্র যত দেশ থেকে ঔষধ আমদানি করে তার মধ্যে বাংলাদেশ থেকে বেশি আমদানি করে। তাই উত্তর হবে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে ব্রাজিলে
৭২.বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন কত সালে??- ১৯৬৩ নাকি ১৯৬৬
সঠিক উত্তর- ১৯৬৬

৭৩. ৬ দফা উত্থাপনকালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন পদে ছিলেন??– সভাপতি নাকি সাধারণ সম্পাদক
সঠিক উত্তর- সাধারণ সম্পাদক
ব্যাখ্যা- আওয়ামীলীগের ওয়েবসাইটে দেয়া “১৯৬৩ সালে বঙ্গবন্ধু আওয়ামীলীগের সভাপতি হন। তথ্যটি বড় ধরণের ভুল।
১৯৫৭ সালে চতুর্থ সম্মেলনের আগেই দলের মধ্যে বিভক্তির পর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন মওলানা ভাসানী। ১৯৫৭ সালে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ভারপ্রাপ্ত সভাপতি হন।
এরপর পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এতেও সভাপতি হিসেবে পুণরায় নির্বাচিত হন মাওলানা তর্কবাগীশ।
১৯৬৬ সালের ১৮-২০ মার্চ ষষ্ঠ জাতীয় সম্মেলন পর্যন্ত মওলানা তর্কবাগীশ সভাপতির দায়িত্বে ছিলেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবেই তিনি ১৯৬৬ সালে ৫ ও ৬ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি উত্থাপন করেন।
মনে রাখতে হবে, লাহোরে বিরোধী দলের সম্মেলনে আওমীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু ৬ দফা উত্থাপন করেছিলেন। তখন বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন মাওলানা তর্কবাগীশ।
আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পর দলটির শীর্ষ পদে আসেন শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের ১৯৬৬ সালের ১৮ -২০ মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সম্মেলনটি আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে ৬ দফা দলীয় ফোরামে পাস হয় এবং ৬ দফা উত্থাপন ও দলের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রথমবারের মত সাধারণ সম্পাদক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি হন।
৭৪. বাংলাদেশের যে অঞ্চলের পরিবেশ নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে- বরেন্দ্র অঞ্চল নাকি উপকূলীয় অঞ্চল
সঠিক উত্তর- বরেন্দ্র অঞ্চল
ব্যাখ্যা- পানি নিয়ন্ত্রণ ও সেচের কারণে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের পরিবেশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। উজান তথা ভারত বর্ষাকালে নিজেদের প্রয়োজনে ফারাক্কার পানি ছেড়ে দিলে বরেন্দ্র এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। আবার শুষ্ক মৌসুমে ভারত বাংলাদেশে পানি প্রবাহ বন্ধ করে দিলে এ অঞ্চল সেচের জন্য গভীর নলকূপের উপর নির্ভর হয়ে পড়ে। যার দরুণ এ অঞ্চলের পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ফলে বরেন্দ্র অঞ্চল ক্রমেই মরুকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে। যা ওই অঞ্চলের পরিবেশ ও জৈববৈচিত্র্যকে ক্ষতির মুখে ফেলেছে
৭৫. বাংলাদেশের রাষ্ট্রীয় নাম- People’s Republic of Bangladesh নাকি The People’s Republic of Bangladesh
সঠিক উত্তর- People’s Republic of বাংলাদেশ

ব্যাখ্যা- যখন দেশের নাম বলবে তখন People’s Republic of Bangladesh (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ) হবে। আর যদি বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার তখন হবে The Govt of the People’s Republic of Bangladesh. এরূপ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানকে বলা হবে The Constitution of the People’s Republic of Bangladesh.
৭৬. রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে বিচারপতি নিয়োগ দেন- প্রধানমন্ত্রী নাকি প্রধান বিচারপতি
সঠিক উত্তর- প্রধান বিচারপতি
ব্যাখ্যা- বাংলাদেশ সংবিধানের ৯৫ (১) নং অনুচ্ছেদে বলা আছে “প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।
৭৭.ছিয়াত্ত্বরের মন্বন্তর সময় ভারতের গভর্ণর ছিলেন- লর্ড ক্লাইভ নাকি লর্ড কার্টিয়ার
সঠিক উত্তর- লর্ড ক্লাইভ
ব্যাখ্যা- ছিয়াত্তরের মন্বন্তররে সময় ভারতের গভর্ণর ছিলেন লর্ড ক্লাইভ এবং বাংলার গভর্ণর ছিলেন কার্টিয়ার। এ প্রশ্নে ভারতবর্ষে কে ছিল সেটা বলা হয়েছে। ১৭৭৩ সালের আগে শুধু ক্লাইভ ছিলেন ভারতে। তখন বাংলায় গভর্ণরের দায়িত্বে ছিলেন- কার্টিয়ার। তখন দুজনকেই গভর্নর বলা হত। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের পর ভারতে প্রধান প্রতিনিধিকে বলা হত- গভর্নর জেনারেল আর বাংলায় প্রতিনিধিকে বলা হত গভর্নর।
৭৮.ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান- জাইকা নাকি দিল্লি মেট্রোরেল কর্পোরেশন
সঠিক উত্তর- দিল্লি মেট্রোরেল কর্পোরেশন
ব্যাখ্যা- ঢাকা মেট্রোরেল প্রকল্পে ২২ হাজার কোটির টাকার মধ্যো প্রায় ১৬ হাজার কোটি টাকা সহায়তা করবে- জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং প্রধান পরামর্শক- দিল্লি মেট্রোরেল কর্পোরেশন
৭৯.আমার সোনার বাংলা” গানটি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া?- গীতবিতান নাকি স্বরবিতান
সঠিক উত্তর- স্বরবিতান
ব্যাখ্যা- ১৯৩১ সালে প্রকাশিত রবীন্দ্রনাথের গীত-কবিতার সংকলন “গীতবিতান” কাব্যগ্রন্থের ‘স্বরবিতান’ কাব্যে থেকে নেয়া হয়েছে

৮০.পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট- WTO নাকি EU
সঠিক উত্তর- EU

ব্যাখ্যা- বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO কোন অর্থনৈতিক জোট বা Alliance নয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে। WTO এর ওয়েব সাইটে লিখা আছে “The World Trade Organization (WTO) is the only global international organization dealing with the rules of trade among nations” অন্যদিকে ইউরোপের তথা পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক প্রতিষ্ঠান European Union (EU)
৮১. দেশের উপকূলীয় জেলা কয়টি?- ১২ টি নাকি ১৩ টি
সঠিক উত্তর- ১৩ টি
ব্যাখ্যা- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে দেশের উপকূলীয় জেলা ১৩ টি উল্লেখ করা হয়েছে
৮২. মিয়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করে?- ২টি নাকি ৩টি
সঠিক উত্তর- ২টি
ব্যাখ্যা- মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে আন্ত:সীমান্ত নদী তিনটি। যথা- সাঙ্গু, মাতামুহুরী ও নাফ। মিয়ানমার থেকে বাংলাদেশে সাঙ্গু ও নাফ প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছে মাতামুহুরী নদী
৮৩. বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া কোন নদীর তীরে?- বাইগার নাকি মধুমতি
সঠিক উত্তর- বাইগার
ব্যাখ্যা- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত এবং বঙ্গবন্ধুর জেলা গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত

৮৪. মুক্তিযুদ্ধভিত্তিক “দেয়াল” উপন্যাসের রচয়িতা- হুমায়ূন আহমেদ নাকি আবু জাফর শামসুদ্দীন
সঠিক উত্তর- আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা- ১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “দেয়াল” এর লেখক আবু জাফর শামসুদ্দীন। আর ২০১৩ সালে প্রকাশিত হয় পচাত্তর পরবর্তী ঘটনা নিয়ে হুমায়ূন আহম্মেদের রাজনৈতিক উপন্যাস দেয়াল। মনে রাখতে হবে, হুমায়ূন আহমেদের দেয়াল মুক্তিযুদ্ধভিত্তিক নয়। এটি রাজনৈতিক ইতিহাসমূলক উপন্যাস
৮৫.দেশের প্রথম ডিজিটাল জেলা- সিলেট নাকি যশোর
সঠিক উত্তর- যশোর
মনে রাখুন–
দেশের প্রথম ডিজিটাল সিটি- সিলেট
দেশের প্রথম ডিজিটাল জেলা- যশোর
দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড- মহেশখালী
৮৬. গ্রিনহাউস গ্যাস কতটি?- ৬ টি নাকি ৭ টি
সঠিক উত্তর- ৭ টি
ব্যাখ্যা- ৭ টি গ্রীনহাউস গ্যাস হলো… Water vapor (H2O), Carbon dioxide (CO2), Methane(CH4), Nitrousoxide(N2O), Ozone (O3), Chlorofluorocarbons (CFCs), Hydrofluorocarbons (incl. HCFCs and HFCs)
৮৭. শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়- ১৯৪৯ নাকি ১৯৫১
সঠিক উত্তর- ১৯৫১
ব্যাখ্যা- যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সংক্রান্ত জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালে এবং শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় ১৯৫১ সালে।
৮৮. দেশে বর্তমানে মোবাইল অপারেটর- ৪টি নাকি ৫টি
সঠিক উত্তর- ৪ টি
ব্যাখ্যা- গত বছরের জানুয়ারি মাসে রবি ও এয়ারটেল একীভূত হয়ে রবি নামে কার্যক্রম শুরু করে এবং ইতোপূর্বে সিটিসেল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে মোবাইল অপারেটর ৪ টি। যথা- গ্রমীণফোন, টেলিটক, বাংলালিংক ও রবি

৮৯. দক্ষিণ এশিয়ার কোন দেশটি সার্কের সদস্য নয়?- মিয়ানমার নাকি ইরান
সঠিক উত্তর- ইরান
ব্যাখ্যা- মিয়ানমার ও ইরান কোনটিই সার্কের সদস্য নয়। জাতিসংঘের ম্যাপে ইরানকে দক্ষিণ এশিয়ার মধ্যে ধরা হয়। তাই প্রশ্নের ধরণ অনুসারে ইরান দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু সার্কের সদস্য নয়। মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ও আসিয়ানের সদস্য
৯০. বৃহত্তর ময়মনসিংহের জেলা- ৬ টি নাকি ৪ টি
সঠিক উত্তর- ৬ টি
ব্যাখ্যা- ১৯৪৭ সালে পাকিস্তান বিভক্তির পর ১৮ টি প্রশাসনিক মহুকুমা অঞ্চলগুলোকে বৃহত্তর জেলা বলা হয়। ১৯৮০ পরবর্তী সময়ে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে মহকুমা প্রথা বিলুপ্ত হয় এবং ১৯৮৪ সালে দেশের ৬৪ টি জেলার প্রশাসন সাজানো হয়। বৃহত্তর ময়মনসিংহের জেলা ৬ টি যথা- ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জয়মালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ। কিন্তু ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। যথা- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। অর্থাৎ, বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের অন্তর্ভূক্ত হয়নি।

৯১. স্থানীয় সরকারের মোট স্তর কতটি?- ২টি, ৩টি নাকি ৫টি
সঠিক উত্তর- ৫টি
ব্যাখ্যা- স্থানীয় সরকারের গ্রাম্য স্তর ৩টি (ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ) ও শহুরে অঞ্চলের জন্য স্তর ২টি (পৌরসভা ও সিটি কর্পোরেশন)। অর্থাৎ, স্থানীয় সরকারের স্তর মোট ৫টি
৯২. কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ- চীন নাকি যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: চীন
মনে রাখুন…..
*কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষে- চীন
*মাথাপিছু গ্রিনহাউস নিঃসরণে শীর্ষে- যুক্তরাষ্ট্র
*মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষে- কাতার

৯৩. রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? ২৮ নাকি ২৯ টি জেলায়?
সঠিক উত্তর: ২৯
ব্যাখ্যা: ২০১৭ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে রাষ্ট্রীয় বনভূমি নেই ২৯ টি জেলায় এবং আছে ৩৫টি জেলায়
৯৪. তেল-গ্যাস ব্লক কতটি? ২৬ টি, ২৩টি, ২৮টি নাকি ৪৭টি?
সঠিক উত্তর- স্থলভাগে ২৩টি এবং সমুদ্রে ২৬টি। মোট ৪৭টি [সাঙ্গু ও কুতুবদিয়া স্থল ও সমুদ্রের ভাগে আছে]
ব্যাখ্যা: ২০০৭ সালে গভীর সমুদ্রে তেল-গ্যাস উত্তলনের জন্য ২৮টি ব্লকে ভাগ করা হয়েছিল। ২০১৭ সালে তা ২৬টি ব্লকে নিয়ে আসা হয়। যার মধ্যে ১৫টি গভীর এবং ১১টি অগভীর সমুদ্রের ব্লক
৯৫.অতি দারিদ্র্যের হার কত?- ১২.৯ নাকি ১২.১ শতাংশ
ব্যাখ্যা: ২০১৭-১৮ অর্থবছর শেষে ১২.৯%। তবে, দারিদ্র্যের সর্বনিম্ন হার বললে হবে- ১২.১ শতাংশ
৯৬. স্মার্ট কার্ডর মেয়াদ- ১০ বছর নাকি ১৫ বছর
সঠিক উত্তর- ১০ বছর
ব্যাখ্যা- নির্বাচন কমিশনের তথ্যমতে জাতীয় স্মার্ট কার্ডের মেয়াদ ১০ বছর কিন্তু জাতীয় পরিচয় মেয়াদ ১৫ বছর
৯৭. ১৯৯১ সালে যে ক্ষেত্রে অবদানের জন্য সু চি কে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়- গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি অহিংস আন্দোলন
সঠিক উত্তর- অহিংস আন্দোলন বা non-violent struggle
৯৮. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?- সেগুনবাগিচা নাকি আগারগাঁও
সঠিক উত্তর- আগারগাঁও
ব্যাখ্যা- ১৯৯৬ সালের ২২ শে মার্চ প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ-ভিত্তিক দেশের প্রথম জাদুঘর। প্রতিষ্ঠার পর এটি সেগুনবাগিচায় কার্যক্রম শুরু করেছিল । গত ১৬ এপ্রিল ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁও, ঢাকাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন উদ্ভোধন করেন। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নতুন ঠিকানা

5/5 - (34 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x