বৈদ্যুতিক ল্যাম্পের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
বৈদ্যুতিক ল্যাম্প মূলত তিন প্রকার। যথা–
ক. ফিলামেন্ট ল্যাম্প;
খ. আর্ক ল্যাম্প এবং
গ. গ্যাস ডিসচার্জ ল্যাম্প।
ফিলামেন্ট ল্যাম্প আবার চার প্রকার। যথা–
ক. কার্বন ফিলামেন্ট ল্যাম্প;
খ. ভ্যাকুয়াম মেটাল ফিলামেন্ট ল্যাম্প;
গ. গ্যাসভরা কুণ্ডলিত মেটাল ফিলামেন্ট ল্যাম্প;
ঘ. গ্যাসভরা কুণ্ডলিত কুণ্ডলী মেটাল ফিলামেন্ট ল্যাম্প।
গ্যাস ডিসচার্জ ল্যাম্প আবার কয়েক ধরনের হয়। যথা–
ক. সোডিয়াম ভেপার ল্যাম্প;
খ. মার্কারি ভেপার ল্যাম্প;
গ. নিয়ন ল্যাম্প;
ঘ. আর্গন ল্যাম্প;
ঙ. হিলিয়াম ল্যাম্প;
চ. ক্রিপটন ল্যাম্প;
ছ. জেনন ল্যাম্প;