Modal Ad Example
পড়াশোনা

বৈদ্যুতিক ল্যাম্পের শ্রেণিবিভাগ উল্লেখ কর।

0 min read

বৈদ্যুতিক ল্যাম্প মূলত তিন প্রকার। যথা–

ক. ফিলামেন্ট ল্যাম্প;

খ. আর্ক ল্যাম্প এবং

গ. গ্যাস ডিসচার্জ ল্যাম্প।

ফিলামেন্ট ল্যাম্প আবার চার প্রকার। যথা–

ক. কার্বন ফিলামেন্ট ল্যাম্প;

খ. ভ্যাকুয়াম মেটাল ফিলামেন্ট ল্যাম্প;

গ. গ্যাসভরা কুণ্ডলিত মেটাল ফিলামেন্ট ল্যাম্প;

ঘ. গ্যাসভরা কুণ্ডলিত কুণ্ডলী মেটাল ফিলামেন্ট ল্যাম্প।

গ্যাস ডিসচার্জ ল্যাম্প আবার কয়েক ধরনের হয়। যথা–

ক. সোডিয়াম ভেপার ল্যাম্প;

খ. মার্কারি ভেপার ল্যাম্প;

গ. নিয়ন ল্যাম্প;

ঘ. আর্গন ল্যাম্প;

ঙ. হিলিয়াম ল্যাম্প;

চ. ক্রিপটন ল্যাম্প;

ছ. জেনন ল্যাম্প;

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x