অধ্যায়-১৮ : বৈদ্যুতিক লিফট, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১
প্রশ্ন-১। লিফট কি?
উত্তরঃ লিফট একটি উত্তোলনকারী ও নিচে গমনকারী যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা সম্বলিত প্রকোষ্ঠ, যা উলম্ব পথে নিয়ন্ত্রিতভাবে গমণা-গমণ করা যায়।
প্রশ্ন-২। লিফটে কি ধরণের মোটর ব্যবহার করা হয়?
প্রশ্ন-৮। ব্যবহারিক ক্ষেত্রে কী কী ধরনের লিফট আছে?
উত্তরঃ ব্যবহারিক ক্ষেত্রে চার ধরনের লিফট আছে। যথা-
ক. প্যাসেঞ্জার লিফট;
খ. মালপত্র বহনকারী লিফট;
গ. ফ্রেইট লিফট;
ঘ. কর্ক লিফট।
প্রশ্ন-৯। যাত্রীবাহী লিফট স্থানের জন্য কী কী বিষয় বিবেচনা করা হয়?
উত্তরঃ যাত্রীবাহী লিফট স্থানের জন্য নিম্নলিখিত বিষয় বিবেচনা করা হয়। যথা–
ক. বিল্ডিংয়ের বৈশিষ্ট্য;
খ. জনসংখ্যার বৈশিষ্ট্য;
গ. লিফট চালু থাকার গড় সময়;
ঘ. যাত্রীসংখ্যার বহন ক্ষমতা।